নজরে ময়নাতদন্ত রিপোর্ট! ঘুরে যাবে আরজি কর কাণ্ডের মোড়? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গত ৯ আগস্ট থেকে শিরোনামে রয়েছে আরজি কর (RG Kar Case) হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছিল গোটা বাংলা। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। এবার জানা যাচ্ছে, গোয়েন্দাদের নজরে রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট! সেই কারণে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের গুণমান যাচাই করতে আরও ১০টি দেহের ময়নাতদন্ত রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) সিবিআই স্ক্যানারে ময়নাতদন্ত রিপোর্ট!

চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনার পর থেকেই ময়নাতদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। গাফিলতির অভিযোগেও সরব হয়েছিলেন অনেকে। এমতাবস্থায় সিবিআইয়ের তরফ থেকে সেই সকল অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হল। সংশ্লিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের মান যাচাই করার জন্য নির্যাতিতার মৃত্যুর আগের ৫টি এবং পরের ৫টি দেহের ময়নাতদন্ত রিপোর্ট (Postmortem Report) চেয়ে পাঠাল তদন্তকারী সংস্থা।

গত ৯ আগস্ট আরজি করের (RG Kar Case) চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। সেদিন ওই হাসপাতালই মৃতার ময়নাতদন্ত করা হয়। এরপর একাধিকবার সেই ময়নাতদন্তে গাফিলতি নিয়ে নানান মহলে জল্পনা কল্পনা চলেছে। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে সেই রিপোর্ট বহুবার পাঠানো হয়েছে। নানান নমুনাও পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। তবে বিতর্ক থামেনি।

আরও পড়ুনঃ শৃঙ্খলারক্ষায় কড়াকড়ি TMC-র, কর্মসমিতিতে কল্যাণ-মালা সহ ৫ জন! ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হল?

এবার তাই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে আরজি কর কাণ্ডের নির্যাতিতার ময়নাতদন্তের আগের এবং পরের ৫টি করে মোট ১০টি দেহের ময়নাতদন্তের (Postmortem) রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। জানা যাচ্ছে, ওই রিপোর্টগুলির সঙ্গে আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে ইচ্ছাকৃত কোনও রকম গাফিলতি করা হয়েছে কিনা সেটা এবার খতিয়ে দেখতে উদ্যোগী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

RG Kar case junior doctors protest

শুধু তাই নয়! আরজি কর (RG Kar Case) হাসপাতালে অন্যান্য মৃতদেহের ময়নাতদন্তের ক্ষেত্রেও কোনও প্রকার গাফিলতি হয় কিনা, নমুনার ক্ষেত্রে কোনও প্রকার কারচুপি অথবা অদলবদল হয় কিনা সেটাও সিবিআই তদন্ত করে দেখবে বলে খবর। এর পাশাপাশি আরজি করের দেওয়া ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে অন্যান্য হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টও গোয়েন্দারা মিলিয়ে দেখবেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর