গ্রেফতার হননি, CBI সঙ্গে করে নিয়ে গিয়েছে মাত্র! দাবি অনুব্রত আইনজীবীর

বাংলাহান্ট ডেস্ক : গ্রেফতারই হননি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁকে তলব করার যে নোটিশ পাঠানো হয়েছে তা কার্যকর করতেই অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে গিয়েছেন সিবিআই (CBI) আধিকারিকরা। আইন মোতাবেক তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। সংবাদমাধ্যমের সামনে এমনই দাবি করলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।

অনুব্রতকে সঙ্গে নিয়ে ইডি রওনা দেওয়ার পর তাঁর আইনজীবি বৃহস্পতিবার সকালে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘এখনো পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতার করার একটা প্রক্রিয়া চলছে। সেজন্য অ্যারেস্ট মেমো তৈরি করতে হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নিকটাত্মীয়কে জানাতে হয় এবং আইনজীবীকে জানাতে হয়’।

অনির্বাণবাবু আরও বলেন, ‘অনুব্রত মণ্ডলকে সিআরপিসি-র ৪১ নম্বর ধারা অনুসারে অভিযুক্ত হিসাবে আজ নোটিশ দেওয়া হয়। সেই নোটিশ কার্যকর করতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সিআরপিসি ৪১এর নোটিশ পালন করতে একজনকে ন্যূনতম একটা সময় দিতে হয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেই নিয়ম পালন করা হয়নি। সেজন্য আমরা যা বলার তা আদালতেই বলব। আমি নির্দিষ্টভাবে বলছি, ওঁকে অনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো বা গ্রেফতার করা হয়নি’।

তবে এদিন বেলা ১১.১০ মিনিটে সিবিআই সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানায় অনুব্রতকে গরুপাচারকাণ্ডের তদন্তে অসহযোগিতার জন্য গ্রেফতার করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

গোরুপাচার মাললায় এখনও পর্যন্ত সিবিআই ১০টি নোটিস পাঠিয়েছিল অনুব্রতকে। দশম নোটিসের পরেও তিনি হাজিরা দেননি। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বোলপুরে সটান অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যান সিবিআই-এর আইনজীবীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

প্রথমেই পুরো বাড়িই আধাসেনা দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর ভিতরে ঢোকেন আধিকারিকরা। তাঁর বাড়িতে প্রায় দেড় ঘন্টা ধরে তল্লাশি চালান আধিকারিকরা। এরই সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হয় অনুব্রতকে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে একেবারেই সহযোগিতা করেননি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। তাঁকে গ্রেফতারি পরোয়ানায় সই করতে বললেও তিনি রাজি হননি। তখনই তাঁকে আটক করে অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিবিআই আধিকারিকরা।


Sudipto

সম্পর্কিত খবর