এবার কলকাতা পুলিসের বিরুদ্ধে এফআইআর CBI-র! শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্ক : এবার খোদ কলকাতা পুলিসের (Kolkata Police) বিরুদ্ধেই অভিযোগ দায়ের করল সিবিআই (CBI)। মোটা অংকের টাকার বিনিময়ে জনস্বার্থ মামলায় অমিত আগরওয়াল (Amit Agarwal) নামে এক ব্যবসায়ী এবং কলকাতা পুলিসের বেশ কিছু আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় সংস্থা। সিবিআই-এর এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বৃহস্পতিবার এই মামলায় কলকাতা এবং ঝাড়খণ্ডের একাধিক স্থানে তল্লাশিও চালানো হয়েছে।

ওই আধিকারিক আরও জানান, অভিযুক্ত ব্যবসায়ী অমিত আগরওয়াল অর্থ তছরুপের ঘটনায় যুক্ত ছিলেন। জানা যাচ্ছে, তিনি রাঁচি হাইকোর্টের আইনজীবী রাজীব কুমারের বিরুদ্ধে মিথ্যা পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন। ২০২২ সালে ঝাড়খণ্ডের বাসিন্দা রাজীব কুমার নামে এক আইনজীবীকে গ্রেফতার করে কলকাতা পুলিস। প্রশাসন জানায় কলকাতার এক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। একটি জনস্বার্থ মামলা প্রত্যাহার করার জন্য ওই আইনজীবী এক ব্যবসায়ীর থেকে ১০ কোটি টাকা চেয়েছিলেন বলে খবর।

police

প্রসঙ্গত, এই আইনজীবী ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে মনরেগা সংক্রান্ত একটি মামলা লড়ছেন। ওই মামলাতেই ইডি প্রাক্তন খনি দফতরের সচিব পুজা সিংহলকে গ্রেফতার করেছিল গত বছরই। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Jharkhand Chief Minister Hemant Soren) বিরুদ্ধে চলা এক মামলাও লড়ছেন রাজীব কুমার।

রাজীবকে মধ্য কলকাতার একটি শপিংমল থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় পুলিস। কলকাতা পুলিসের অভিযোগ, ‘অভিযুক্ত আইনজীবী কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তিনি প্রথমে ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন। আলোচনার পরে তিনি তাঁর দাবির পরিমাণ নাকি কমিয়ে ৪ কোটি করেন। পরে ১ কোটি টাকায় রফদফা হয় পুরো মামলা।’ অভিযোগ, এই এক কোটি টাকা দুই কিস্তিতে নেওয়ার কথা ছিল আইনজীবীর। সেই কিস্তি নিতেই কলকাতায় এসেছিলেন রাজীব কুমার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর