বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ। আরজি কর (RG Kar Case) হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের পর একাধিকবার তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেও বিতর্ক পিছু ছাড়েনি। ইতিমধ্যেই চিকিৎসক ধর্ষণ খুন এবং আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এবার এই আর্থিক দুর্নীতি মামলাতেই সন্দীপের বিরুদ্ধে চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি কর (RG Kar Case আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা করল সিবিআই
শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট জমা করে তদন্তকারী সংস্থা। এটাই এই মামলার প্রথম চার্জশিট (Chargesheet)। রিপোর্ট বলছে, এদিন দুপুর ২:১৫ নাগাদ আদালতে উপস্থিত হন সিবিআই (CBI) আধিকারিকরা। এরপর চার্জশিট জমা করেন তাঁরা। সন্দীপ ছাড়াও সেই চার্জশিটে আরও ৪ জনের নাম রয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলায় ১২৫ পাতার চার্জশিট জমা করেছে সিবিআই। সেই সঙ্গেই জমা করা হয়েছে ৫০০ পাতার নথি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, নিজের প্রভাবের জোরে সন্দীপ কীভাবে অবৈধ টেন্ডার পাইয়ে দিতেন সিবিআই চার্জশিটে সেটার উল্লেখ রয়েছে। সেই সঙ্গেই অভিযুক্তরা কীভাবে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছেন সেটাও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ একসঙ্গে বাংলার সব গরিব মানুষের বাড়ি করে দেব! শুভেন্দু এদিন যা বললেন … তোলপাড়!
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ (Sandip Ghosh)। এরপর সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলি খানকে গ্রেফতার করে সিবিআই। এখনও অবধি এই মামলায় শেষ গ্রেফতার হয়েছেন সন্দীপ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক নেতা আশিস পাণ্ডে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরেই সন্দীপ জমানায় হাসপাতালের অন্দরে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। এবার সেই আর্থিক দুর্নীতি মামলাতেই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই।