বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরিয়েছেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। অভিনেতার অ্যাকাউন্ট থেকে সেই সব টাকা ট্রান্সফার করা হয়েছে রিয়ার অ্যাকাউন্টে। যা দিয়ে মনের মতো নিজের প্রয়োজনে খরচ করেছেন অভিনেত্রী। রিয়ার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা কে কে সিং। এবার এই মামলায় চূড়ান্ত রিপোর্ট পেশ করল CBI।
আজ রিয়া চক্রবর্তীর জামিনের পরেই টাকা তছরুপের মামলায় চূড়ান্ত রিপোর্ট দেয় CBI। তারা সাফ জানায়, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকার গরমিল পাওয়া যায়নি। রিয়া প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা সরাননি। এই অভিযোগ মিথ্যে।
শুধু মাত্র ৫৫ লক্ষ টাকা সুশান্ত নিজের অ্যাকাউন্ট থেকে প্রেমিকা রিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন বলে জানায় CBI। সেই পুরো টাকাটাই দুজনে ঘোরা ও কেনা কাটার পেছনে খরচ করেন। এছাড়াও গত পাঁচ বছরে অভিনেতার অ্যাকাউন্ট থেকে মোট ৭০ কোটি টাকার লেন দেন হয়েছে। কিন্তু এর সঙ্গে রিয়া চক্রবর্তীর কোনো যোগ নেই বলেই সাফ জানায় CBI।
সুশান্তের মৃত্যুর পরপরই বিহারে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে করা এফআইআরে তিনি অভিযোগ করেন অভিনেতার একটি অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করেন রিয়া।
মোট ১৭ কোটি টাকা হাপিস করে দেন তিনি। সেই সময় শোনা গিয়েছিল সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থেকে জানা গিয়েছে রিয়া ও তাঁর পরিবারের যাবতীয় খরচ দিতে হত অভিনেতাকেই। কিন্তু এই সব অভিযোগই নস্যাৎ করে দিয়েছে CBI।