বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের নির্দেশের পর ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে নামা কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ (CBI) তাঁদের প্রথম চার্জশিট দাখিল করল। মনোজ জয়সওয়াল নামের বীরভূমের বাসিন্দার মৃত্যুতে সিবিআই এই প্রথম চার্জশিট দাখিল করে।
এই মামলায় একাধিক চার্জশিট দাখিল করা হয়েছে সিবিআই-র তরফ থেকে। পাশাপাশি একাধিক সাক্ষীরও বয়ান নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, মোট ৩৮০ পাতার চার্জশিট দাখিল করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। রামপুরহাট মহকুমা আদালতে সেই চার্জশিট দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, ভোটের ফলাফল ঘোষণার ১২ দিনের মাথায় ১৪ মে মনোজ জয়সওয়াল খুন হন। মনোজ এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। মনোজের খুনের ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তে নামার আগেই তাঁদের গ্রেফতার করা হয়।
রামপুরহাট মহকুমা হাসপাতালে সিবিআই আবেদন করে জানিয়েছে যে, ধৃতদের যেন কোনওমতেই জামিন না দেওয়া হয়। অভিযুক্তদের জেল হেফাজতে রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।