বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে গরু পাচার মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে চলেছে। তদন্তকারী অফিসারদের অনুমান, গরু পাচার কাণ্ডে অনুব্রত সক্রিয়ভাবে জড়িত রয়েছে এবং সেই কারণেই ইতিমধ্যে তৃণমূল নেতার বিরুদ্ধে তথ্য-প্রমাণ জোগাড় করতে তৎপর হয়ে উঠেছে সিবিআই। ইতিমধ্যেই অনুব্রত-ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক প্রমাণ মিলেছে আর এবার সেই তালিকায় উঠে এলো কেষ্টর জামাইবাবু কমল কান্তি ঘোষের নাম।
উল্লেখ্য, কয়েকদিন পূর্বেই বোলপুরে অনুব্রতর বেশ কয়েকটি চালকলে তল্লাশি চালিয়ে সর্বপ্রথম কমল কান্তিবাবুর নাম সামনে আসে আর এবার তাঁর ১৮ টি সম্পত্তির খোঁজ পেল সিবিআই। ইতিমধ্যেই এই খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা বাংলায়। এছাড়াও কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা।
গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এরপর থেকেই তৃণমূল নেতার নামে একাধিক বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে গোয়েন্দা অফিসাররা। কয়েকদিন পূর্বেই বোলপুরে অনুব্রতর বেশ কয়েকটি চালকলে তল্লাশি চালিয়ে একাধিক বিস্ফোরক তথ্য হাতে আসে। এর মাঝে শিবশম্ভু চালকলে তল্লাশি চালানোর সময় উঠে আসে কমলকান্তি ঘোষের নাম।
সিবিআই সূত্রে খবর, শিবশম্ভ চালকলটি বেশ কয়েক বছর আগেই অনুব্রতর জামাইবাবু লিজে নিয়েছিলেন। এরপর থেকেই তাঁর ওপর এক প্রকার নজর রাখতে শুরু করে সিবিআই এবং অবশেষে কমল কান্তিবাবুর নামে একাধিক সম্পত্তির খোঁজ পেলো তারা।
বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে বসবাস করেন কমল কান্তি ঘোষ। সূত্র মারফতে জানা গিয়েছে, হাটসেরান্দি, বোলপুর এবং কালিকাপুর মৌজা এলাকায় বেশ কয়েকটি জমি রয়েছে তাঁর। যদিও এই প্রসঙ্গে কমলকান্তি ঘোষের কোনো রকম প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর ছেলে জানান, “সিবিআই যদি কোন তথ্য পেয়ে থাকে, তবে সেটা তারা বিচার করবে। এক্ষেত্রে আমি কিছু বলতে পারব না।”
অপরদিকে এদিন অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামেও একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই। ইতিমধ্যেই তদন্তকারী অফিসারদের হাতে বিদ্যুৎ বরণ গায়েনের মোট ৯০০ কাঠা জমির সন্ধান মিলেছে। এক্ষেত্রে তাঁর স্ত্রীয়ের নামও একাধিক জমি ক্রয় করা হয়েছিল বলে খবর। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে এত বিপুল পরিমাণ সম্পত্তি এল কোথা থেকে? আর এবার সেই সকল উত্তর খুঁজতেই ময়দানে নেমে পড়লো সিবিআই। এক্ষেত্রে পরবর্তী সময়ে তাদের হাতে নতুন কোন তথ্য উঠে আসে, সেটাই দেখার।