বাংলাহান্ট ডেস্ক : সিবিআই (CBI) ফ্রিজ করল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পরিচারক (Housekeeper) বিজয় রজকের ব্যাংক অ্যাকাউন্ট। এখনও পর্যন্ত বিজয়ের নামে খোলা অ্যাকাউন্টে (Bank Account) রয়েছে ১৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে এই পরিমাণ টাকা তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন। সিবিআই এখন এই টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে। এছাড়াও এই ব্যাংক অ্যাকাউন্টটি সিবিআই ফ্রিজ করেছে।
সিবিআই সিউড়ির সমবায় ব্যাংকে হানা দেয় কত ৫ই জানুয়ারি। বেশকিছু ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান মেলে সিউড়ি শাখা সহ বীরভূম জেলার একাধিক কো-অপারেটিভ ব্যাংকের শাখায়। জিজ্ঞাসাবাদ করা হয় সেইসব শাখার ব্যাংক ম্যানেজারদের। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বহু অ্যাকাউন্টেই মোটা অঙ্কের হদিশ মিলেছিল।
সিবিআই সূত্রে জানা গিয়েছে কালো টাকা সাদা করার কাজে সমবায় ব্যাংকের একাধিক শাখায় ৩৩০টির বেশি বেনামী অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই অ্যাকাউন্ট গুলির নথি খতিয়ে দেখেছেন ইনভেস্টিগেটিং অফিসার সুশান্ত ভট্টাচার্য। জানা গিয়েছে, প্রয়োজনে মতামত নেওয়া হতে পারে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদেরও।
বীরভূমের তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সিবিআই হেফাজতের মেয়াদ শেষের পর আসানসোল জেলে রয়েছেন গত আগস্ট মাস থেকে। সিবিআইয়ের জেরার মুখে তাকে পড়তে হয়েছে দফায় দফায়। সিউড়ি সমবায় ব্যাংকে অজস্র ভুয়ো অ্যাকাউন্ট সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে গত বৃহস্পতিবার সংশোধনাগার গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।