বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত্যু মামলায় এতদিন তদন্তের পর প্রথমবারের জন্য মুখ খুলল সিবিআই (CBI)। একটি বিবৃতি প্রকাশ করে চাঞ্চল্যকর তথ্য জানাল তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে যেসব তথ্য সংবাদ মাধ্যম প্রকাশ করছে সেই সম্পর্কেই বড় তথ্য ফাঁস করল সিবিআই।
এদিন বিবৃতিতে সিবিআই এর তরফে বলা হয়, সুশান্ত সিং রাজপুত মামলায় পেশাদারিত্বের সঙ্গে তদন্তের কাজ চালাচ্ছে সিবিআই। কিন্তু এই তদন্তের বিষয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এমন তথ্য প্রকাশ করছে যার সঙ্গে আসল তদন্তের কোনও মিল নেই। সংবাদ মাধ্যমের কাছে মামলার তদন্ত সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত চলাকালীন কোনও সিবিআই আধিকারিকই এটা করতে পারেন না। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ সিবিআই এর নামে কোনও খবর প্রকাশ করার আগে সিবিআই এর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে নেবেন।
প্রসঙ্গত, সম্প্রতি সিবিআই এর তদন্ত সংক্রান্ত বেশ কিছু খবর প্রকাশ করে কয়েকটি সংবাদ মাধ্যম। একটি খবরে বলা হয়, সুশান্তের মৃত্যুতে খুনের কোনও প্রমাণ এখনও পর্যন্ত পায়নি সিবিআই। এছাড়া রিয়া চক্রবর্তীকে সিবিআই এর জেরা নিয়েও খবর প্রকাশিত হয়। তারপরেই প্রথম বারের জন্য এই মামলায় বিবৃতি জারি করে সিবিআই।
CBI is conducting a probe related to death of Sushant Singh Rajput in a systematic&professional way. Media reports attributed to CBI probe are speculative & not based on facts. It's reiterated that as a matter of policy, CBI doesn't share details of ongoing probe: CBI Statement
— ANI (@ANI) September 3, 2020
সম্প্রতি জানা যায়, সাক্ষাৎকারে তদন্তে সাহায্যের কথা বললেও আদতে সিবিআইয়ের জেরায় একেবারেই সহযোগিতা করছেন না রিয়া। বেশির ভাগ প্রশ্নের উত্তরেই নাকি তিনি বলছেন, মনে করতে পারছেন না কিছু। উপরন্তু সিবিআই আধিকারিকদের সঙ্গে অভদ্র ভাবে কথা বলারও অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে।
সূত্রের খবর, রবিবার টানা দশ ঘন্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দুপুর দুটো থেকে জেরার দ্বিতীয় পর্যায় শুরু হতেই চিৎকার চেঁচামেচি শুরু করেন রিয়া। শুধু তাই নয়, সিবিআই আধিকারিকদের সঙ্গে উঁচু গলায় অভদ্র ভাবে কথাও বলেন তিনি।
কিন্তু আইপিএস নুপূর প্রসাদের একটি মাত্র দাওয়াতেই ঠান্ডা হয়ে যান রিয়া। জানা গিয়েছে, আইপিএস নুপূর প্রসাদ রিয়াকে বলেন, “তাহলে আপনাকে গ্রেফতার করে নেওয়া যাক? সিবিআই তাড়াহুড়োর মধ্যে কোনও কাজ করতে চায় না। ধরুন আপনি নির্দোষ, কিন্তু আপনাকে গ্রেফতার করে নেওয়া হল। একবার জেলে ঢুকে গেলে কিন্তু আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। তার থেকে ভাল না যে যদি সত্যি সত্যি নির্দোষ হন তাহলে সেটা প্রমাণ করুন আর আসল দোষীদের ধরিয়ে দিন। আপনি সেটাও করছেন না।”
অপরদিকে সুশান্তের পাশাপাশি দিশা সালিয়ানের মৃত্যু রহস্যেরও কিনারা করার কাজে নেমেছে সিবিআই। এই দুই মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই।