রাজীবের খোঁজ পেতে নবান্নে চিঠি নিয়ে গেলেন সিবিআইয়ের দুই প্রতিনিধি

বাংলা হান্ট নিউজ ডেস্ক : শুক্রবার সিবিআই বনাম রাজীব কুমার মামলায় রায় শুনিয়েছে কলকাতা উচ্চ আদালত৷ এই রায়ে রাজীব কুমারের উপর থেকে সমস্ত রকমের রক্ষা কবজ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট৷ তাঁর গ্রেফতারিতে আর বাধা নেই কিন্তু শুক্রবার দিন থেকেই খোঁজ মিলছে না রাজীব কুমারের৷ শুক্রবার রায়দানের পর বিকেলে রাজীবের বাস ভবনে গেলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয় তিনি ছুটিতে আছেন৷ এর পর শনিবার সিবিআই আধিকারিকদের সিজিও কমপ্লেক্সে তলব এড়িয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল৷ সারদা মামলায় কিছুতেই রাজীব কুমারকে ছেড়ে দেওয়ার পাত্র নয় সিবিআই তাই রবিবার ছুটির দিনেই রাজীবের খোঁজ পেতে রাজ্যের প্রশাসনিক ভবন অর্থাত্ নবান্নে চিঠি নিয়ে গেলেন সিবিআই র দুই প্রতিনিধি৷

এ দিন বিকেল পাঁচটা নাগাদ সিবিআইয়ের ওই দুই প্রতিনিধি চারটি চিঠি নিয়ে নবান্নে পৌঁছেছিলেন৷ যদিও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ছাড়া অন্য কোনও সরকারি আধিকারিক এ দিন উপস্থিত না থাকার কারণে চিঠি নিতে পারেননি তবে সোমবার আবারও সেই চিঠি নবান্নে নিয়ে যাওয়া হবে বলে খবর৷ রবিবার বিকেলে নবান্নে পৌঁছে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করেছিলেন সিবিআই প্রতিনিধিরা আর সেই সময় সাংবাদিকদের সামনে পড়ে যান ওই দুই প্রতিনিধি৷ যদিও চিঠি সংক্রান্ত ব্যাপারে কেউই মুখ খোলেননি৷ তবে চিঠির ওপরে খাম দেখে বোঝা গিয়েছে রাজ্য পুলিশের ডিজি মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷280x210xnabanna 2.jpg.pagespeed.ic .njb3MTavTs

তবে রাজীব কুমারের অন্তর্ধানের জন্য অনেকেই আদালতে তাঁর নিজের আইনি সুরক্ষার বিষয়টিকে এড়িয়ে দিচ্ছেন না৷ শনিবার সিবিআই দফতরে ই মেল মারফত নিজের অনুপস্থিতির কারণ দর্শিয়েছেন রাজীব কুমার৷ রাজীবের এক মাস সময় যাওয়ার পরিপ্রেক্ষিতেই রবিবার নবান্নে হাজির হয়েছেন সিবিআই প্রতিনিধিরা এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল৷ কারণ কোনও আইপিএস অফিসার যদি নিজের জায়গা ছেড়ে অন্য যান সে ক্ষেত্রে সে রাজ্যের প্রশাসনকে জানাতে তিনি বাধ্য তাই এ ক্ষেত্রে নবান্নের কাছে গিয়ে চিঠি দিয়ে সিবিআই রাজীব কুমার ঠিক কোথায় রয়েছেন? জানতে চেষ্টা করছেন৷

তবে সারদা মামলায় কিছুতেই রেহাই পাবেন না রাজীব কুমার এমনটাও মত বিশেষজ্ঞ মহলের৷ কারণ সারদা মামলার তথ্য পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছে সিবিআই৷ তাই যে কোনও মুহূর্তে গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে৷


সম্পর্কিত খবর