বাংলা হান্ট ডেস্ক: যতদিন গেছে রোজভ্যালি কাণ্ডের জট যেন আরও দৃঢ় হয়েছে। নেতা-মন্ত্রী, অভিনেতা-অভিনেত্রী, কেউই বাদ যাননি সিবিআইয়ের তদন্ত থেকে। রোজভ্যালি মামলায় এবার নবান্নে গিয়ে মুখ্যসচিবকে চিঠি ধরাল সিবিআই। শুধু তাই নয় এর পাশাপাশি অর্থ দফতরের এক স্পেশাল অফিসারকেও তলব করে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই অফিসারকে।
জানা গেছে, সিবিআই-এর একটি দল বুধবার দুপুর নাগাদ নবান্নে গিয়ে হাজির হয়। সিবিআই এর এই প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে সরাসরি একটি চিঠি দেয়। এই চিঠিতে বলা হয়েছে রোজভ্যালি মামলার যত রকমের নথি ও ফাইল অবিলম্বে যাতে সিবিআই দফতরে পাঠানো হয়। সিবিআই অভিযোগ জানিয়েছে, পুলিশের কাছে বারবার রোজভ্যালি মামলার নথি ও ফাইলগুলি চাওয়ার পরও এখনো পর্যন্ত তাদের কাছে সেগুলো আসেনি। এই ফাইল ও নথি চেয়ে বার বার চিঠি পাঠানো হয়েছে রাজ্য পুলিসকে। কিন্তু এতকিছুর পরও কোনো রকম হেলদোল দেখায়নি রাজ্য পুলিশ। এমনকি সিবিআই এর সঙ্গে কোনওরকম সহযোগিতাও করেনি তারা।
আজ শুধু মুখ্যসচিবকে নয় একইসঙ্গে অর্থ দফতরের এক স্পেশাল অফিসারকে রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদ করার নিরিখে নোটিশ ধরিয়ে এসেছে সিবিআই। এমনকি ওই অফিসার কে নির্দেশ দেওয়া হয়েছে যে ১৮ অক্টোবর সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। ২০১২ সালে জমি নিয়ে রোজভ্যালি সংস্থা বিভিন্ন কারবার চালিয়েছে, সংস্থার এরকম কাজকর্মে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী ছিল? সেটাই বিশদে জানতে চায় সিবিআই। সুতরাং এখন রোজভ্যালি কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকার কথা জানাই এখন সিবিআই এর মূল লক্ষ্য।