বাংলা হান্ট ডেস্কঃ গত শুনানিতে কয়লাকাণ্ডে (Coal Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে (CBI) কড়া ডেডলাইন বেঁধে দিয়েছিল আদালত। সেই সময়ের মধ্যেই আসানসোলে বিশেষ সিবিআই আদালতে কয়লাকাণ্ডের অতিরিক্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগে এই মামলায় দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছিল। আজ বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগের শুনানিতে তদন্তের ধীর গতি নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো ভর্ৎসনা করে বিচারক রাজেশ চক্রবর্তীর বক্তব্য ছিল, গত ১০ বছরে এমন একটি মামলা রয়েছে কী, যার তদন্ত শেষ করেছে CBI? এরপরই কয়লা মামলায় চার্জ গঠনের দিন ধার্য করে দিয়েছিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত।
সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা সকলকে বুধবার আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। প্রসঙ্গত, এর আগের শুনানিতে মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। মামলায় ৪৩ জন অভিযুক্তকে তলবও করা হয়। তবে তার মধ্যে ৪০ জন অভিযুক্ত উপস্থিত হলেও, বাকি ৩জন আদালতে আসেননি। বিনয় মিশ্র, নারায়ণ খাড়্গে এবং জয়দেব মণ্ডল অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়েছিল আদালত।
আরও পড়ুন: যেকোনো সময় হুড়মুড়িয়ে বাড়বে বেতন! সরকারি কর্মীদের স্যালারি নিয়ে শীঘ্রই বিরাট ঘোষণা
এর মধ্যে বিনয় ‘নিরুদ্দেশ’ বলে খবর। অর্থাৎ সিবিআই এর নাগালের কার্যত বাইরে। কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান, বিনয় এই দেশ ছেড়ে পালিয়েছেন। তবে জয়দেব এবং নারায়ণ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হতে পারেননি গত শুনানিতে। ওদিকে আরও কয়েক জনকে এখনও সিবিআই গ্রেফতার করতে পারেনি। কয়লা কারবারি মহম্মদ শাকিল, তারকেশ্বর রায়ের নামও সেই তালিকায় রয়েছে। নতুন চার্জশিটে এদের নাম রয়েছে।