ইনিই প্রথম দেখেছিলেন তিলোত্তমার ‘ডেডবডি’! CBI’র নজরে এবার আরজিকরের সেই চিকিৎসক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। আরজিকর কাণ্ডে (RG Kar Case) অভিযুক্তের সাজাও ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবু আজও প্রতিদিন খবরের শিরোনামে উঠে এসেছে আরজিকর ইস্যু। এবার আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকাশ্যে এল এক নয়া তথ্য। সামনে এল এমন এক ব্যক্তির নাম যিনি নাকি ‘প্রথম’ তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান।

আরজিকরে কাণ্ডে (RG Kar Case) সিবিআইয়ের নয়া পদক্ষেপ

প্রসঙ্গত উল্লেখ্য, তিলোত্তমার বাবা-মা দিল্লিতে গিয়ে সিবিআই দফতরে অভিযোগ জানাতেই প্রায় ১৯৫ দিন পরে ফের নড়েচড়ে বসেছেন সিবিআই (CBI) আধিকারিকরা। ইতিমধ্যেই, ১২ জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিবিআইয়ের তরফে। এবার সিবিআইয়ের তালিকায় উঠে এসেছে আরও একটি নাম। এই বিশেষ ব্যক্তিটি হচ্ছেন আরজিকর মেডিক্যালেরই এক চিকিৎসক।

CBI interrogate this doctor rg kar case

নিশ্চয়ই ভাবছেন, কে সেই চিকিৎসক (Doctor)? আরজিকর মেডিক্যাল কলেজের সেই চিকিৎসক হচ্ছেন সুমিত রায় তপাদার। সেমিনার রুমে ‘প্রথম’ তিলোত্তমার মৃতদেহ দেখা এই চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত এখনও চলছে যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত।

আরোও পড়ুন : এবার বিপাকে বামেরাই! রাস্তায় যুব মোর্চা, ক্যাম্পাসে AVBP! জোড়া ফলায় JU ইস্যুতে বিধস্ত SFI

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজিকর মেডিক্যাল কলেজে খুন হন চিকিৎসক। সারাদেশ জুড়ে শোরগোল শুরু হতেই তদন্তে নামেন সিবিআইয়ের আধিকারিকরা। এরপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক আকার নেয় আন্দোলন। সেইসময় সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই।

আরোও পড়ুন : মেটাল ডিটেক্টর থাকতেও মিলল মোবাইল? উচ্চ-মাধ্যমিকের প্রথম দিনেই ধরা পড়ল চুরি

শেষপর্যন্ত, দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুধু তাই নয় ফাঁসি চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফেও। কিন্তু, ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা-বাবা। এরপরেই সিবিআইয়ের পক্ষ থেকে ডাক পড়ল সুমিত রায় তপাদারের। এখন, এই চিকিৎসকের বক্তব্য তদন্তের স্বার্থে কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার বিষয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X