এবার দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়ি সিবিআই হানা! ক্ষুব্ধ কেজরিওয়াল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবারের সকাল। তখনও জেগে ওঠেনি দিল্লি (Delhi)। ইতিউতি প্রাতঃভ্রমণ সারছেন কিছু মানুষ। হঠাৎই একটি গাড়ির কনভয় এসে দাঁড়ালো মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়ির সামনে। অস্বাভাবিক কিছুই নয়। কারণ মনীশ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী। তাই তাঁর বাড়িতে গাড়ির কনভয় আসতেই। কিন্তু ভুলটা ভাঙলো তারপরই। গাড়ীর কনভয় থেকে একে একে নেমে এলেন সিবিআই (CBI) আধিকারিকরা। বোঝা গেল দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা দিয়েছে। মুহুর্তের মধ্যেই পুলিশ ঘিরে ফেলে গোটা বাড়ি। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্কের শুরু হয়েছে, সেই সংক্রান্ত তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা সিবিআই-এর।

এদিন সকাল আটটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় বাড়ি। বিশেষ সূত্রের খবর, দিল্লির আবগারি নীতিতে বেনিয়মের যে অভিযোগ তুলেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, তার তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। মনীশ সিসোদিয়া নিজেও ট্যুইট করে সিবিআই আসার কথা জানিয়েছেন। তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ট্যুইট করে সিবিআই হানার তীব্র নিন্দা করেছেন।

বাড়িতে সিবিআই আধিকারিকেরা আসতেই মনীশ সিসোদিয়া একের পর এক ট্যুইট করে লেখেন, ‘সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ তৈরি করছি আমরা। কিন্তু দুঃখজনকভাবে এই দেশে যারা ভাল কাজ করেন, তাদেরকেই এইভাবে হেনস্থা করা হয়। এই কারণেই আজও আমাদের দেশ প্রথম স্থান অর্জন করতে পারেনি।’

তিনি আরও লেখেন, ‘দিল্লি সরকার স্বাস্থ্য ও শিক্ষাখাতে যে অসাধারণ কাজ করছে তা নিয়ে এদের সমস্যা। সেই কারণেই স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভাল কাজ যদি কোনও ভাবে বন্ধ করা যায়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আদালতে আসল সত্য একদিন প্রমাণ হবেই।’

দিল্লির উপমুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সিবিআইকে স্বাগত জানাচ্ছি। দ্রুত যাতে সত্যিটা সামনে আসে, তার জন্য আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব। এখনও অবধি আমার বিরুদ্ধে অনেক মামলাই দায়ের হয়েছে, কিন্তু একটাও প্রমাণ হয়নি। দেশে শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আমি যে কাজ করছি, তা কোনভাবেই আটকানো যাবে না।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও ট্যুইট করে সিবিআই হানার কথা জানান। তিনি ট্যুইটে লেখেন, ‘যেদিন আমেরিকার সবথেকে বড় সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করা হয়েছে এবং মনীশ সিসোদিয়ার ছবি প্রথম পাতায় ছাপা হয়েছে, সেইদিনই মনীশের বাড়িতে কেন্দ্র থেকে সিবিআই পাঠানো হল। সিবিআইকে আমরা স্বাগত জানাচ্ছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব আমরা। এর আগেও অনেক তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এবারও কিছু পাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে গোটা বিশ্ব দিল্লির স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করছে। কেন্দ্র এটাকে আটকাতে চাইছে। সেই কারণেই দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, শিক্ষামন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে। ভারতে বিগত ৭৫ বছর ধরে যারা ভাল কাজ করেছেন তাদেরই আটকানো হয়েছে বারবার। এই কারণেই আজ ভারত পিছিয়ে পড়েছে। সিবিআই দিয়ে দিল্লিতে ভাল কাজ আটকানো যাবে না।’

সম্পর্কিত খবর

X