বাংলা হান্ট ডেস্ক : 14 ই জুন দুপুরবেলা মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সফল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পরে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। তার মৃত্যুর পরেই জল ঘোলা হতে শুরু করে। বেরিয়ে আসে বলিউডের ঝাঁ-চকচকে জগতের পেছনের আসল কাহিনী।
ইতিমধ্যে সুশান্তর মৃত্যুর জন্য সালমান খান, করন জোহার, এক্তা কাপুর প্রমুখ সেলিব্রিটির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দাবি উঠেছে বলিউড বয়কট করার। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, ফাইনাল ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে ‘অন্য কোনও কারণে নয়, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে সুশান্তর’।
অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খায় তার মৃতদেহের ছবি যা দেখে নেটিজেন মহলের বিরাট অংশ দাবি করেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশান্তকে খুন করা হয়েছে। এটা কিছুতেই আত্মহত্যা নয়।’
এদিকে মুম্বাই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মানসিক অবসাদের কারণেই গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে সুশান্তর। কিন্তু একথা কিছুতেই মানতে নারাজ নেটিজেন মহল। সোশ্যাল মিডিয়া জুড়ে একই দাবি ঘুরপাক খাচ্ছে ‘সিবিআই তদন্ত হোক সুশান্তর মৃত্যুর।’
ইতিমধ্যেই প্রচুর মানুষ পিটিশনে স্বাক্ষর করে এই দাবি জানিয়েছেন। বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলীও সুশান্তর মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
সুশান্তের মৃত্যুর পরেই বলিউডের আসল চেহারা বেরিয়ে আসে সকলের চোখের সামনে। কিভাবে নেপোটিজম ও স্বজনপোষণ নীতি অনুসরণ করে সুশান্তর মতো প্রতিভাবান অভিনেতা কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলিউড। বলিউডের নেপোটিজম নীতির বিরুদ্ধে মুখ খুলেছে খোদ বলিউডের তাবড় তাবড় তারকারা। সাধারন জনগন সুশান্তের মৃত্যুতে ক্ষোভ উগরে দিলে স্টার কিডসরা ইতিমধ্যেই নিজেদের একাউন্ট সোশ্যাল মিডিয়ার থেকে ডিএকটিভেট করে অথবা কমেন্ট সেকশন বন্ধ করে নয়তো বা বেফাঁস মন্তব্য করে প্রতিবাদ জানাচ্ছেন।