বাংলা হান্ট ডেস্ক: রাজিব কুমারের খোঁজে কোনরকম ফাঁক ফোকর ছাড়ছেনা সিবিআই। গোয়েন্দারা প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজ করতে আজ আলিপুরে আইপিএস কোয়ার্টারে তল্লাশি চালান। বেলা দুটো নাগাদ একজন দায়িত্ববান এসপির নেতৃত্বে সিবিআই-এর একটি টিম আলিপুর আইপিএস কোয়ার্টারে পৌঁছয়। যদিও আইপিএস কোয়ার্টারে হঠাৎ যাওয়া নিয়ে কোনোরকম কথা বলেনি সিবিআই, সূত্রের খবর অনুযায়ী এই দলটি রাজীব কুমারের খোঁজ করতেই সেখানে পৌঁছায়।
আইপিএস কোয়ার্টারে তল্লাশি চালানোর পর সিবিআই অফিসাররা কসবার একটি হোটেলেও হানা দেন। গোয়েন্দারা রাজীব কুমারের খোঁজ করতে হোটেলেও তল্লাশি চালান। এমনকি হোটেলের কিচেনে ঢুকেও খানা তল্লাশি চালানো হয়। যদিও এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় হোটেল ম্যানেজার সংবাদমাধ্যমের সামনে কোন রকম মুখ খোলেননি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই বিষয়ে কিছুই জানা ছিল না তার। এমনকি সংবাদমাধ্যমের সামনে রাজীব কুমার কেও তিনি চেনেন না বলে দাবি করেছেন।
প্রসঙ্গত, রাজিবের এই পলায়ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করেছেন মুকুল রায়৷ BJP দপ্তরে তিনি বলেন, “রাজীব কুমার কোথায় আছে? সেটা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। CBI-এর অর্ডার রয়েছে, রাজীব কুমার রাজ্য ছেড়ে যেতে পারবেন না। এর মানে পশ্চিমবঙ্গের ভিতরেই রয়েছে রাজীব কুমার। আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর৷ তার পরের দায়িত্ব অনুজ শর্মার। অতিরিক্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন জ্ঞানবন্ত সিং। তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটার জবাব তাঁরাই দেবেন।”
রাজীব কুমার ইস্যুতে দিন দিন আরও উত্তেজনার পারদ চড়ছে। এখনও রাজীব কে ধরতে পারেনি CBI। তবে কি CBI- এর সাথে ধাপ্পাবাজি করছেন রাজীব কুমার?, এর উত্তরে মুকুল রায় বলেন, “CBI-এর সঙ্গে রাজীব কুমার যেটা করছেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো ভাবে আর কেউ বলতে পারবেনা।”