বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়ে উত্তেজিত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডি আধিকারিকরা। বর্তমানে এই ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। ইতিমধ্যেই তদন্তসূত্রে একাধিকবার সন্দেশখালি হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। তলব করা হয়েছে একাধিক ব্যক্তিকে। এবার যেমন জানা গেল, ফের একবার নোটিশ পাঠানো হয়েছে এলাকার এক আব্দুল আলিম মোল্লাকে।
আগারহাটি গ্রাম পঞ্চায়েত (Agarhati Gram Panchayat) এলাকা নিবাসী আব্দুলকে এই নিয়ে তৃতীয়বার নোটিশ পাঠাল সিবিআই। এর আগে দু’বার ডেকে পাঠানো হলেও তিনি সিবিআই দফতরে উপস্থিত হননি। শুক্রবার তৃতীয়বারের জন্য তাঁর বাড়িতে নোটিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, গতকাল প্রথমে ন্যাজাট থানা এবং এরপর আগারহাটি গ্রাম পঞ্চায়েতে যান গোয়েন্দারা।
গত জানুয়ারি মাসে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। জানা যাচ্ছে, তদন্তের স্বার্থেই বারবার আব্দুলকে তলব করা হচ্ছে। প্রথমে গত ১৩ মার্চ নোটিশ পাঠানো হয় তাঁকে। সেই নোটিশে সাড়া না দেওয়ায় ফের দ্বিতীয় নোটিশ পাঠানো হয়। এবারও কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দেননি তিনি।
আরও পড়ুনঃ রাতে মেয়েদের ঘরে লোক ঢুকিয়ে…! বড় জন জেলবন্দি, সন্দেশখালি কাঁপাচ্ছেন ছোট শেখ শাহজাহান!
শুক্রবার ফের আব্দুলের বাড়িতে নোটিশ দেয় সিবিআই। স্থানীয় সূত্রের খবর, আব্দুল পেশায় ব্যবসায়ী। তবে তাঁর স্ত্রী আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ইডি পেটানোর ঘটনার তদন্তে নেমে একাধিকবার এই ব্যক্তিকে তলব করেছে সিবিআই। তবে প্রত্যেকবার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। যদিও আব্দুলের বক্তব্য, হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণেই কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিতে পারছেন না।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। বাড়িতে ঢোকার আগেই অবশ্য উত্তেজিত জনতার হাতে প্রহৃত হয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয় তাঁদের। ঘটনার পর প্রায় ৫৫ দিন গায়েব থাকার পর মিনাখাঁ থেকে গ্রেফতার হন অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। বর্তমানে জোরকদমে এই মামলার তদন্ত করছে সিবিআই।