বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। গতকালই বিশেষ আদালতে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জামিন মঞ্জুর হয়েছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। একাধিক শর্তে তাকে জামিনে মুক্তি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
তবে জামিন পেলেও এখনই সিবিআই এর হাত থেকে রেহাই পাচ্ছেন না শান্তনু। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এবং সদ্য গ্রেফতার হওয়া পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
মঙ্গলবার শান্তনুকে আদালতে নিয়ে আসে সিবিআই। আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের সামনে শান্তনু বলেন, “হ্যাঁ, সন্তু গঙ্গোপাধ্যায়কে আমি আগে থেকেই চিনি। মুখোমুখি জেরা তো হওয়ারই ছিল।” উল্লেখ্য, গতকালই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে (Santu Ganguli) গ্রেফতার করেছে সিবিআই।
কেন্দ্রীয় এজেন্সির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্ররও ঘনিষ্ঠ ছিলেন বেহালাবাসী সন্তু। উল্লেখ্য, সন্তু পার্থের বিধানসভা এলাকা বেহালার বাসিন্দা। এক সময় তিনি তৃণমূলের সঙ্গেও জড়িত ছিলেন।
এদিকে, ফের অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতির কালীঘাটের কাকু। গত বছর ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি। মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালের কেটেছে কাকুর। এরপর জেলেই ছিলেন তিনি। এরই মধ্যে সুজয়কৃষ্ণকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই।
আরও পড়ুন: ‘মমতা ঘনিষ্ঠরা তাঁর কতটা ভালো চান সন্দেহ আছে’! দলে রদবদলের পর ফের বিস্ফোরক হুমায়ুন কবীর
সিবিআই হেফাজতে চাইবে বলে এদিন তাকে সশরীরে আদালতে তোলার করার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, এরই মধ্যে ফের বুকে ব্যথা শুরু হয়েছে কালীঘাটের কাকুর। উল্লেখ্য, ইডির মামলার জামিনের আবেদন জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন কালীঘাটের কাকু। সোমবার জামিন মামলায় শুনানি শেষ হয়েছে হাইকোর্টে। আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরই মধ্যে তাকে সন্তুর মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে সিবিআই।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…