বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে বঙ্গের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) তালিকায় একে একে নাম উঠেছে তৃণমূল নেতা-মন্ত্রী থেকে শুরু করে বিধায়কের। শিক্ষক কেলেঙ্কারি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক সাহা, দুই প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো আরেক শাসকদলের বিধায়কের। নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে এবার সিবিআই তদন্তের নির্দেশও দিতে পারে কলকাতা হাইকোর্ট! এমনটাই মনে করা হচ্ছে।
দমকলে নিয়োগ দুর্নীতির (Fire Brigade Corruption) অভিযোগে গতকালই কলকাতা হাই কোর্টে (High Court) বিধায়কের বিরুদ্ধে দায়ের হয় মামলা। আদালতে মামলা করার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। সেই মতোই আজ মঙ্গলবার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিন তাপসের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিচারপতি এজলাসে বলেন, ‘‘আদালত সত্য জানতে চায়।’’ পাশাপাশি এই অভিযোগের তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হবে কিনা সেই বিষয়েও চিন্তাভাবনা করছেন বিচারপতি।
এই প্রসঙ্গে বিচারপতি মান্থা বলেন, ‘‘নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থা তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত।” পাশাপাশি এই মামলায় রাজ্যের বক্তব্যও জানতে চেয়েছেন তিনি। বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিধায়ক তাপস সাহারা বিরুদ্ধে। এই নিয়ে হাই কোর্টে মামলা করেন ইউসুফ আলি শেখ।
সোমবার হাইকোর্টে তার আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছিলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে ঠিকই, তবে সময় মতো চার্জশিট না দেওয়ায় ধৃতেরা জামিন পেয়ে যান। এরপর এই প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘‘তদন্তের অগ্রগতি নিয়ে আদালত চিন্তিত নয়। তবে আদালত সত্য জানতে চাইছে।’’
এই মামলায় কেন্দ্রীয় তদন্তের আবেদন করেছিলেন মামলাকারী ব্যক্তি। মঙ্গলবার সেই আবেদনের প্রেক্ষিতে সিবিআইয়ের পক্ষে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, এই ধরনের চাকরি বিক্রির মামলার তদন্ত সিবিআই, ইডি করছে। আদালত নির্দেশ দিলে এই মামলারও তদন্ত করতে সিবিআইয়ের কোনও অসুবিধা নেই। এখন ভবিষ্যতে মামলার তদনভার সিবিআই এর হাতে যাবে কিনা তা আদালত বলবে।
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা এক সাংবাদিক সম্মেলন করে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন। স্কুলে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন বিধায়ক তাপস সাহা এরকম কথোপকথনের একটি অডিয়ো কিছুদিন আগে ভাইরাল হয়। শুধু তাই নয়, দমকলে নিয়োগের ক্ষেত্রেও তাপসবাবু জালিয়াতি করেছেন বলেই অভিযোগ ওঠে। এরপরই সেই অডিও টুইট করে তোপ দাগেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ হন তরুণজ্যোতি। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। সেই মামলারই আজ শুনানি ছিল।