সঞ্জয়ের ‘খেল খতম’! আরজি কর কাণ্ডে বিরাট প্রমাণ হাতে পেল CBI! তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় (RG Kar Case) ইতিমধ্যেই চার্জ গঠন হয়েছে। সোমবার শিয়ালদহ আদালতে এই মামলার চার্জ গঠন হয়। সেদিনই আদালত থেকে বেরনোর সময় ধর্ষণ খুনের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় আবার দাবি করেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে! এবার শোনা যাচ্ছে, এই সঞ্জয়ের বিরুদ্ধেই বড় প্রমাণ কাজে লাগাতে চলেছে সিবিআই!

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) আরও ফেঁসে গেলেন সঞ্জয়?

চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় (Sanjay Roy)। পরবর্তীতে সিবিআইয়ের হাতে মামলার তদন্তভার চলে যাওয়ার পর সঞ্জয়কে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সঞ্জয়ের নাম রয়েছে।

এবার শোনা যাচ্ছে, আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় ভিডিও ফুটেজ কাজে লাগাতে পারে সিবিআই (CBI)। ডিজিটাল এভিডেন্স হিসেবে ৫৪টি ফুটেজ কাজে লাগানো হতে পারে বলে খবর। সেখানে ঘটনার দিন ধৃত সঞ্জয়ের গতিবিধি, আরজি করের সেমিনার রুম, ক্রাইম সিন সংক্রান্ত ফুটেজ রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বাংলা আর নয়! এবার রাজ্যের বাইরে চলে যাবে আরজি কর মামলা? তুমুল শোরগোল

রিপোর্ট বলছে, আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করতে গেলে পোক্ত প্রমাণ দরকার। সেখান থেকেই ডিজিটাল এভিডেন্স (Digital Evidence) হিসেবে সিবিআই ৫৪টি ভিডিও ফুটেজ ব্যবহার করতে চাইছে বলে খবর। বর্তমানে বিচার এই ফুটেজগুলিই বিচার প্রক্রিয়ার অন্যতম ‘হাতিয়ার’ বলে মনে করা হচ্ছে।

RG Kar case Sanjay Roy at Sealdah Court said this in front of the Judge

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সিবিআইয়ের চার্জশিটে এই সঞ্জয়কে ধর্ষক এবং খুনি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর