কয়লাকাণ্ডে CBI-র বড় অ্যাকশন! গ্রেফতার ইসিএল কর্তা-সহ ২, এবার সামনে আসবে বড় নাম?

বাংলা হান্ট ডেস্ক: কয়লা কান্ডে (Coal Scam) এবার ইসিএলের এক কর্তা সহ এক ঠিকাদারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। প্রথমে বৃহস্পতিবার  জিজ্ঞাসাবাদের জন্যই তাদের কলকাতায় সিবিআই-এর কার্যালয় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু এদিনের জেরায় তাদের বয়ানে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই।

তাই বৃহস্পতিবার রাতেই ইসিএল-এর কাজোড়া এলাকার প্রাক্তন জিএম (আইইডি) নরেশকুমার সাহা এবং ঠিকাদার অশ্বিনীকুমার যাদবকে গ্রেফতার করেছেন সিবিআই-এর তদন্তকারী অফিসারেরা। এরপর ভোরের আলো ফুটতেই তাদের দুজনকে নিয়ে যাওয়া হয় আসানসোলে সিবিআই-র বিশেষ আদালতে।

সেখানেই দুপক্ষের সাওয়াল-জবাব শোনার পর বিচারক রাজেশ চক্রবর্তী ধৃতদের চার দিনের জন্য সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে  আগামী ২৪ জুন তাদের আবার আদালতে তোলা হবে। জানা যাচ্ছে এই কয়লা কাণ্ডে আসানসোল সিবিআই আদালতে ফাইনাল চার্জ গঠন করা হবে আগামী তিন জুলাই।

সূত্রের খবর ফাইনাল চার্জ গঠনের আগে এদিন নরেশ এবং অশ্বিনীকে জেরা করে পাওয়া তথ্যে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই। প্রসঙ্গত নরেশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কয়লাকাণ্ডে অভিযুক্ত লালার অবৈধ কারবারে সহযোগিতা করেছে সে। সিবিআই আদালতকে জানিয়েছে লালার সিন্ডিকেট থেকে ২০ লক্ষ টাকা নিয়েছেন নরেশ।

আরও পড়ুন: গরমের অস্বস্তি কাটিয়ে ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতায় কখন শুরু? আবহাওয়ার খবর

তার প্রমাণও রয়েছে সিবিআই-এর কাছে। যদিও সেই টাকা এখনও উদ্ধার হয়নি। অন্য দিকে, পেশায় ‘সিভিল কন্ট্রাক্টর’ অশ্বিনী-ও অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে সিবিআইয়ের দাবি। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত যে দু’টি চার্জশিট জমা পড়েছে তাতে ৪৩ জনের নাম রয়েছে। তবে, সেই চার্জশিটে  ধৃত ওই  দু’জনের নাম নেই।

CBI 2

শুক্রবার সিবিআই আদালত  তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে একাধিক প্রশ্ন তুলেছে। এদিন বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চেয়েছেন চক্রের মাথাদের কবে জেরা করবে সিবিআই।  উভয় পক্ষের সওয়াল শোনার পর ধৃতদের ৪ দিনের CBI হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর