নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড কে? এবার বিরাট প্রভাবশালীর নাম ফাঁস করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। একটা বছর পেরিয়ে যাওয়ার পরও নিত্যদিন উঠে আসছে নতুন নতুন অভিযোগ। ২০২২ এর জুলাই মাসে শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকে গারদবন্দিই রয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে ফের অস্বস্তি বাড়ছে পার্থবাবুর।

ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। গতকাল বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আরও একবার নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। সূত্রের খবর ইতিমধ্যেই সেই আবেদন আদালত মঞ্জুর করেছে আদালত।

   

বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়েছিল। সিবিআই এর নতুন করে জেরার প্রসঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও জেলে গিয়ে সিবিআই কবে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবে তা জানা যায়নি।

আরও পড়ুন: কবে শেষে হবে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি? এবার দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বুধবার তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেই ফের নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই। সিবিআই এর দাবি, সমস্ত দুর্নীতির কথা পার্থ চট্টোপাধ্যায়ের জানা ছিল। ওদিকে সম্প্রতি তদন্তে একাধিক তথ্য নতুন উঠে এসেছে বলে দাবি করেছে সিবিআই।

partha cbi

এদিন সিবিআই আদালতে জানায়, তারা ঘুমিয়ে নেই। তদন্ত চলছে। প্রসঙ্গত গত বছর জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হন পার্থ। তারপর থেকে এখনও পর্যন্ত পার্থ বলে এসেছেন নিয়োগ দুর্নীতির সাথে কোনও যোগসূত্র নেই তার। এরই মধ্যে ফের সিবিআই এর জেরায় নতুন কিছু উঠে আসে কিনা সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর