সুশান্তের মৃত‍্যু আত্মহত‍্যা নাকি খুন? দু বছর পর অবশেষে ঘোষনা সিবিআইয়ের!

বাংলাহান্ট ডেস্ক: করোনার বছরে বড় ধাক্কা খেয়েছিল বলিউড। ২০২০ র জুনে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। ইন্ডাস্ট্রিতে ঝড়ের মতো আছড়ে পড়েছিল খবরটা। মোটামুটি সফল, প্রতিভাবান একজন তরুণ অভিনেতার আচমকা এমন পরিণতি! বিশ্বাসই করে উঠতে পারছিলেন না অনেকে।

সুশান্ত মৃত‍্যু নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। জল গড়িয়েছিল রাজনৈতিক মহল পর্যন্ত। এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত নড়েচড়ে বসেছিলেন এই ঘটনায়। দু বছর আগে ১৪ জুন বান্দ্রার ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। কিন্তু মৃত‍্যুটা আত্মহত‍্যা ছিল নাকি খুন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এই দু বছর পরেও কোনো উত্তর মেলেনি সেই প্রশ্নের।

sushant singh rajput1 1597815475
সুশান্ত মৃত‍্যুর তদন্ত ভার দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। বিনোদন দুনিয়ার তাবড় হেভিওয়েট ব‍্যক্তিরা সিবিআই আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন। সিবিআই তদন্তের পাশাপাশি নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তদন্ত চালাচ্ছিল। মাদক কাণ্ডে রিয়া চক্রবর্তী সহ একাধিক ধরপাকড় হয়েছে। কিন্তু কোনো তথ‍্য মেলেনি সিবিআইয়ের তরফে।

তথ‍্য জানার অধিকার আইনের আওতায় চারটি আরটিআই আবেদন দাখিল করা হয়েছিল। কিন্তু সেসবই খারিজ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সুশান্ত মৃত‍্যু মামলার তদন্ত এখনো চলছে। তাই এই সংক্রান্ত কোনো তথ‍্য এখনি বাইরে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে।

এমনকি সুশান্তের অস্বাভাবিক মৃত‍্যুর কারণ আত্মহত‍্যা নাকি কোনো রকম ষড়যন্ত্র সেটাও জানায়নি সিবিআই। তবে প্রয়াত অভিনেতার অনুরাগীরা এখনো পর্যন্ত তাঁর বিচারের দাবিতে সরব সোশ‍্যাল মিডিয়ায়‌। সুশান্ত বিচার পাক, এমনটাই আবেদন শুভাকাঙ্খীদের।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর