“ওদের টাকা বার করে দিলাম, বলব কেন কত?” CBI বেরিয়ে যেতেই মুচকি হাসি কালীঘাটের কাকুর

বাংলাহান্ট ডেস্ক : তিনি এখন বঙ্গবাসীর কাছে পরিচিত কালীঘাটের কাকু নামে। তার আসল নাম সুজয় ভদ্র (Sujay Bhadra)। সুজয় বাবু এর আগেই জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাহেব। এবার সেই কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে সিবিআই তল্লাশি চালালো বৃহস্পতিবার।

সিবিআই (Central Bureau of Investigation) আধিকারিকরা আজ সকাল সাড়ে নটা নাগাদ নামেন তল্লাশি অভিযানে। এরপর তারা কালীঘাটের কাকুর বাড়ি থেকে বেরিয়ে যান দুপুর দুটো নাগাদ। সিবিআই এর সাথে চলে যায় কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি শেষ হওয়ার পর কালীঘাটের কাকুর মুখে অবশ্য দেখা গেল একরাশ হাসি।

সুজয় বাবু নিজেই বলেছেন, সিবিআই বাজেয়াপ্ত করেছে কিছু নগদ টাকা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি অ্যাডমিট কার্ড ও তাঁর দুটি মোবাইল ফোন । অ্যাডমিট কার্ড নিয়ে সুজয় বাবুর বক্তব্য, এই অ্যাডমিট কার্ডটি তার শালির ছেলের। সে কাছেই ফকির পাড়াতে থাকে।

সিবিআই বেরিয়ে যাওয়ার পর সুজয় বাবু বলেন, “ওরা এসে আমাকে সার্চ ওয়ারেন্ট দেখাল। তল্লাশি করে আমার দুটো মোবাইল ফোন নিয়ে গেছে। ড্রয়ারে কিছু টাকা ছিল দিয়ে দিয়েছি। কত টাকা বলব কেন? শালির ছেলের মিউনিসিপাল কর্পোরেশন পরীক্ষার অ্যাডমিট কার্ড ছিল। ওটা নিয়ে গেছে।”

Kalighat kaku

পাশাপাশি তার আরোও সংযোজন, “দুই বিধবা দিদি ওই ফ্ল্যাটে থাকেন। ফ্ল্যাটটা আমাদের চার ভাইয়ের নামে। আমার দিদি হাসপাতালে ভর্তি। তাই বাড়িতে কিছু টাকা রেখেছিলাম। ওরা যা চেয়েছে দিয়ে দিয়েছি। অত্যন্ত ভালো পরিবেশ ছিল। তবে ওদের কিছু টাকা রেখে যেতে বলি। দিদির চিকিৎসার জন্য লাগবে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর