অনুব্রতর গড়ে সমবায় ব্যাঙ্কে CBI তল্লাশি! এক সইয়ে ৫০ বেনামি অ্যাকাউন্ট, রয়েছে কোটি কোটি টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আবারও বীরভূমের ব্যাঙ্কে ( Birbhum Bank) তল্লাশি চালাল সিবিআই ( CBI )। এর আগে গরুপাচার মামলার তদন্তে বোলপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অভিযান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। আজ বৃহস্পতিবার সিবিআইয়ের একটি দল পৌঁছে গেল সিউড়ি সমবায় ব্যাঙ্কে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সিউড়ির ওই সমবায় ব্যাঙ্কে গুচ্ছগুচ্ছ বেনামি অ্যাকাউন্ট রয়েছে। এমন ৫০টি অ্যাকাউন্টের নাকি হদিশ মিলেছে যাতে মাত্র একজনেরই সই রয়েছে। সিবিআই সূত্রে খবর, ওই ৫০টি অ্যাকাউন্টে মোট ১০ কোটি টাকা রয়েছে।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এই বেনামি অ্যাকাউন্টগুলির সাহায্যে প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে। সিবিআই এর আগে গরু পাচার মামলায় শেল কোম্পানি তথা ছদ্ম সংস্থার কথা চার্জশিটে উল্লেখ করে। এবার সিউড়ি সমবায় ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলি গরু পাচারের টাকা লেনদেনের কাজে ব্যবহার করা হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।

সিবিআই-এর বিশেষ সূত্রে খবর, রাইস মিল সংক্রান্ত প্রচুর টাকার লেনদেন হয়েছে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে। এমনিতেই গরুপাচার তদন্তে অনুব্রত মণ্ডলের শিবশম্ভু ও ভোলে ব্যোম রাইস মিলের প্রসঙ্গ উঠে আসে। সমবায় ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টে সেই সংক্রান্ত কিছু রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা।

এর আগে বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তদন্তকারী সংস্থার আধিকারিকরা যেদিন গিয়েছিলেন তারপরের দিন সকালেই রহস্যজনক ভাবে আগুন লাগার ঘটনা ঘটে। যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল অনেকের মধ্যেই। সূত্র মারফত খবর, সিউড়ি সমবায় সমিতির পরিচালন সমিতিতে যাঁরা রয়েছেন তাঁরাও অনুব্রত মণ্ডলের বেশ ঘনিষ্ঠ। এই তদন্ত কোন দিকে এগোয় তা দেখতেই আগ্রহ রাজ্যবাসীর।

X