কেষ্টর দেহরক্ষী সায়গলের ফ্ল্যাটে হানা সিবিআইয়ের! সঙ্গে ব্যাঙ্ককর্মীও! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে গরু পাচার মামলাটি মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ মামলায় সিবিআইয়ের (CBI) হাতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পর থেকে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কখনো অনুব্রতর রাইস মিল থেকে একাধিক গাড়ি উদ্ধার করা হোক কিংবা আবার কখনো কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ, বর্তমানে যেন সকলের নজরের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গরু পাচার কাণ্ড। এ মামলায় কোনো ত্রুটি রাখতে নারাজ সিবিআই আর সেই সূত্রে এবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের (Saygal Hossain) ফ্ল্যাটে পৌঁছে গেলেন তদন্তকারী অফিসাররা।

গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল। বর্তমানে প্রায় এক মাসের ওপর সিবিআই হেফাজতে রয়েছেন সায়গল। তাঁর সূত্র ধরেই গরু পাচার মামলা এবং অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বর্তমানে একাধিক নয়া তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের আর এদিন অবশেষে বোলপুরে তাঁর ফ্ল্যাটে সিবিআইয়ের হানা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, হেফাজতে থাকাকালীন সায়গল হোসেনের সম্পত্তি প্রসঙ্গে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বাংলার বিভিন্ন প্রান্তে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পায় সিবিআই। একজন সাধারণ দেহরক্ষী এত বিপুল পরিমাণ অর্থের মালিক কি করে হলেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। তদন্তকারী অফিসারদের দাবি, গরু পাচার মামলায় সরাসরিভাবে যুক্ত সায়গল আর সেই সূত্রেই সায়গলের এত সম্পত্তি! ফলে বর্তমানে বিপুল পরিমাণ সম্পত্তির পাশাপাশি সায়গলের সঙ্গে অনুব্রতর সম্পর্ক কি এবং কিভাবে গরু পাচার কাণ্ডের রূপরেখা তৈরি হতো, তা জানতে বদ্ধপরিকর সিবিআই।

সেই সূত্রে এদিন বোলপুরের কাশিপুর বাইপাস সংলগ্ন এলাকায় পৌঁছে যায় তদন্তকারী অফিসাররা। সেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছেন তারা। সূত্রের খবর, বর্তমানে ওই ফ্ল্যাটে সায়গল হোসেনের স্ত্রী রয়েছেন। তাঁকে একাধিক বিষয়ে জিজ্ঞাসা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

saygal anu

প্রসঙ্গত, সম্প্রতি সিবিআইয়ের বিশেষ আদালতে দাবি করা হয় যে, গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের যোগাযোগ ছিল এবং সেটি প্রধানত হয়ে থাকত সায়গলের মাধ্যমেই। এই পরিস্থিতিতে এদিন তাঁর ফ্ল্যাট থেকে কোন গুরুত্বপূর্ণ নথি কিংবা তথ্য মেলে কিনা সেটাই দেখার। সূত্রের খবর, এদিন সায়গলের ফ্ল্যাটে সিবিআই অফিসাররা ছাড়াও রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক মহিলা কর্মী। অনুব্রতর দেহরক্ষীর নামে ইতিমধ্যে একাধিক বেআইনি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। সেই কারণেই এদিন সিবিআইয়ের এই হানা বলে মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর