আচমকাই অনুব্রতর বোলপুরের বাড়িতে CBI হানা! সুকন্যা মণ্ডলকে জেরা ঘিরে জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বোলপুরের (Bolpur) বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। একইসঙ্গে কেষ্টকন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) এদিন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে গরু পাচার মামলায় তাঁর কি যোগ রয়েছে এবং একজন স্কুল শিক্ষিকা হয়ে বর্তমানে তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কি করে এল, সে সে সকল প্রশ্ন এবং তার বয়ান রেকর্ড করাই তদন্তকারী অফিসারদের প্রধান লক্ষ্য বলে সূত্র মারফত খবর সামনে আসছে।

উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে জেলে হেফাজতে রয়েছেন তিনি। এর মাঝেই অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের নামে একাধিক বেনামি সম্পত্তির হদিশ মিলেছে। কোটি কোটি টাকার সম্পত্তি উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

এর মাঝেই আবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় সিবিআই। এদিন সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকেই একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে বোলপুরে কোটি কোটি টাকার জমির সন্ধান পাওয়ার পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলে হানা চালিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে। এর পাশাপাশি অনুব্রতর একাধিক কোম্পানি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে রয়েছে। এক্ষেত্রে একজন স্কুল শিক্ষিকা হয়ে কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হন সুকন্যা, সেই প্রসঙ্গে বর্তমানে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে।

এই প্রসঙ্গে গত ১৭ ই আগস্ট অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। এক্ষেত্রে সুকন্যাকে জেরা করার স্বার্থে পৌঁছে গেলেও সেদিন তাদের এক প্রকার খালি হাতেই ফিরে আসতে হয়। তবে এদিন জেরার বিষয়ে এক প্রকার নাছোড়বান্দা সিবিআই। এদিন এক মহিলা আধিকারিকও অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

anubrata mondal sukanya

সিবিআই সূত্রে খবর, এদিন প্রথমে বীরভূমের শ্রী গুরু রাইস মিলে হানা দেয় সিবিআই। রাইস মিলটির মালিক প্রয়াত হারাধন মণ্ডলের পুত্র শ্যামল মণ্ডলকে তলব করে তারা। বলে রাখা ভালো, শ্রী গুরু রাইস মিলটি পরবর্তীতে নিজের নামে করে নেন অনুব্রত মণ্ডল এবং এটির নাম হয় ভোলে বোম রাইস মিল। বর্তমানে এটি সুকন্যা মণ্ডলের নামে রয়েছে। এক্ষেত্রে রাইস মিল ক্রয় সংক্রান্ত তথ্য এবং অন্যান্য একাধিক বিষয়ে জানতে তাঁকে জেরা করা হতে চলেছে। ফলে এদিন অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নয়া কোন তথ্য সামনে উঠে আসে, সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর