হালিশহর থেকে ব্যাঙ্গালুরুতে ছড়িয়ে তৃণমূল পুরপ্রধানের সম্পত্তি! বহু নথি উদ্ধার করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি, প্রাথমিক টেট থেকে শুরু করে কয়লা এবং গরু পাচার মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। একই সঙ্গে গত কয়েকদিনের সানমার্ক চিটফান্ড কেলেঙ্কারি মামলায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার হালিশহরের (Halisahar) পুরপ্রধান রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই (CBI)। এক্ষেত্রে তার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকার পাশাপাশি বেআইনি অস্ত্র এবং অন্যান্য একাধিক নথি পত্র পায় তদন্তকারী অফিসাররা আর এবার বাংলার বাইরে ব্যাঙ্গালুরুতেও একাধিক সম্পত্তি পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআইয়ের।

উল্লেখ্য, গত শুক্রবার রাজুর হালিশহরের বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিউটাউনে নিয়ে যাওয়া হয় তাকে এবং পরবর্তীতে রাজুর বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা নগদ অর্থ উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। এরপর এদিন বাংলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র মিলেছে বলে খবর সামনে আসছে।

সিবিআই সূত্রে খবর, ব্যাঙ্গালুরুতেও রাজু সাহানির নামে বহু সম্পত্তির খোঁজ মিলেছে। এক্ষেত্রে সেই সকল সম্পত্তি চিট ফান্ডের সঙ্গে জড়িত বলেই অনুমান সিবিআইয়ের। যদিও অপরদিকে, আবার চিটফান্ড মামলায় তার কোন সম্পর্ক নেই বলে দাবি করে আসছে রাজু। তবে সিবিআই সূত্র মারফত মিলছে ভিন্ন তথ্য।

সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে রাজু সাহানির পৌনে তিন কোটি টাকার সম্পত্তি মিলেছে। স্থাবর এবং অস্থাবর মিলিয়ে এত বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো, তা খতিয়ে দেখতে তৎপর তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে ব্যাঙ্গালুরুতেও অভিযুক্তর বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআইয়ের।

CBI 4

উল্লেখ্য, চিটফান্ড মামলায় তার কোনরকম যোগাযোগ নেই বলে দাবি করলেও রাজু সাহানির বিরুদ্ধে প্রমাণ  তথ্য জোগাড় করতে তৎপর সিবিআই। এদিন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারীর পাশাপাশি তার ভাই তথা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কমল অধিকারীর বাড়িতেও হানা দেয় তদন্তকারী সংস্থা। বিশেষজ্ঞদের মতে, চিটফান্ড মামলায় রাজু সাহানি ছাড়াও আর কে কে জড়িত রয়েছে, বর্তমানে তা জানতেই নড়েচড়ে বসেছে সিবিআই।


Sayan Das

সম্পর্কিত খবর