বাংলা হান্ট ডেস্কঃ ক্রমেই লম্বা হচ্ছে বঙ্গের নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্তদের তালিকা। আর সেই তালিকার নবতম সংযোজন মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। টানা তিনদিন তল্লাশি, জিজ্ঞাসাবাদ টানাপোড়েনের পর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে সিবিআই হেফাজতেই রয়েছেন শাসকদলের বিধায়ক।
সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়কের বিরুদ্ধে নিজের জোড়া মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, অসুস্থতার বাহানা দিয়ে বাথরুমে যাওয়ার নাম করে পাশের পুকুরে নিজের ফোন ফেলে দেন জীবনবাবু। গোটা দুদিন ধরে সেই মোবাইল উদ্ধার করে আনতে রীতিমতো নাজেহাল হতে হয় সিবিআইকে। শেষমেষ বহু তল্লাশির পর ফোন উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এবার সেই ফোনেই মিললো একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর, সিবিআই তরফে আদালতে জানানো হয়েছে যে, জীবনের ফোন থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি অডিয়ো ফাইল উদ্ধার করা হয়েছে। সেই অডিয়ো গুলিতে কার গলা রয়েছে তা তদন্ত করে দেখতে চায় সিবিআই পাশাপাশি বিধায়কের কণ্ঠস্বর ও হাতের লেখা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও জানানো হয়েছে। এসবের ওপর ভিত্তি করে জীবনকে ফের হেফাজতে চাইল সিবিআই।
প্রসঙ্গত, মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় জীবনবাবুকে। বিধায়কের ফোন থেকে একাধিক তথ্য উদ্ধার হওয়ায় তাকে ফের নিজেদের হেফাজতে রাখতে চায় সিবিআই। শুনানি শেষে এদিন তৃণমূলের জীবনকে আরও পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এদিকে বিধায়কের ফোন থেকে উদ্ধার হওয়া অডিয়ো ফাইল গুলি কোনো ফোন রেকর্ডিং না কারও কণ্ঠস্বর সেই নিয়ে আদালতে সিবিআই তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, পূর্বে জীবনকৃষ্ণের চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার কথোপকথনের এক অডিয়ো ভাইরাল হয়েছিল বলে অভিযোগ। যদিও সেই কণ্ঠস্বর তার নয় বলেও দাবি করেন বিধায়ক। তবে এবার ফের অডিও প্রসঙ্গ সামনে আসায় ঘনীভূত হচ্ছে রহস্য। ওইসব কণ্ঠ কোনো প্রভাবশালীর নাকি সেই বিষয়টাও খতিয়ে দেখছে সিবিআই।