বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পশ্চিমবঙ্গের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। আরজি কর ধর্ষণ খুন, আরজি কর আর্থিক দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, একাধিক হাইপ্রোফাইল মামলার নাম রয়েছে সেই তালিকায়। এবার এই রাজ্যেরই একটি মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কোন মামলায় সুপ্রিম-ভর্ৎসনার (Supreme Court) মুখে সিবিআই?
নির্বাচন পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকার। এবার সেই ঘটনাতেই শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। জানা যাচ্ছে, এই খুনের ঘটনার তদন্ত ও ধৃতদের জামিন পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বেলা এম ত্রিবেদী।
নিহত বিজেপি কর্মী অভিজিতের পরিবারের আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক অভিযোগ আনেন। অভিজিতের পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই তাঁদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়। এমনকি প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন নিহত বিজেপি কর্মীর পরিবারের আইনজীবী।
আরও পড়ুনঃ ‘প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব’! এবার খোলা চ্যালেঞ্জ মমতার! তোলপাড় বাংলা
এদিন শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদী (Justice Bela M Trivedi) ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই সময়ই ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সকল যাবতীয় অভিযোগ কেন কলকাতা হাইকোর্টে উল্লেখ করা হয়নি? এক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।
জানা যাচ্ছে, জাস্টিস ত্রিবেদীর পর্যবেক্ষণ, এই ধরণের নৃশংস হত্যাকাণ্ডে নিহতের পরিবারের কথা না শুনেই অভিযুক্তদের জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এদিন শুনানি পর্বে প্রশ্নের মুখে পড়ে কোনও উত্তর দিতে পারেনি সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে শীর্ষ আদালতের নির্দেশ, এই ঘটনায় অভিযুক্তদের জামিন খারিজের জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানাতে হবে।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের ওপর বিগত কয়েক বছরে বেশ কয়েকবার হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন প্রয়াত অভিজিতের দাদা বিশ্বজিৎ। রাজ্যের পুলিশি নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগড়ে সোজা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার এই মামলাতেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। দিয়ে দেওয়া হল বড় নির্দেশ।