কেড়ে নেওয়া হল ফোন! আইনজীবিদেরও ঢুকতে বাধা, ফিরহাদের বাড়িতে ফুল অ্যাকশনে CBI

বাংলা হান্ট ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় রবিবার সাতসকালে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Minister Firhad Hakim) বাড়িতে হানা দেয় সিবিআই (Central Bureau of Investigation)। সেই থেকে চলছে তল্লাশি। চলছে টানা জিজ্ঞাসাবাদ।

কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান দিয়ে ঘিরে রাখা হয়েছে মন্ত্রীর বাড়ি। তোলপাড় রাজ্য-রাজনীতি। সূত্রের খবর ফিরহাদের বাড়িতে পৌঁছয় ৭-৮ সদস্যের সিবিআই দল৷ ডিএসপি থেকে ইনস্পেক্টর পদের আধিকারিকেরা রয়েছে সেখানে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্যই ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর বর্তমানে ফিরহাদ বাড়িতেই রয়েছেন।

তবে ফিরহাদের নিরাপত্তারক্ষীদের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বিশাল পরিমাণে সিআরপিএফ জওয়ান মজুত করা হয়েছে সেখানে। বাইরে থেকে কাউকেই বাটির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুর নিয়োগ মামলার কিনারা করতেই পুর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের বৃষ্টি শুরু উত্তর ও দক্ষিণবঙ্গের এই সব জেলায়

মন্ত্রীর বাড়িতে সিবিআই হানার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান ফিরহাদের ২ আইনজীবী। তবে তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি খবর পেয়েই বাড়িতে পৌঁছান ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম (Priyadarshini Hakim)। তবে প্রথমে তাকে বাড়ির ভেতরে ঢুকতে না দিলেও পরে পরিবারের সদস্য বলে অনুমতি মেলে।

firhad cbi 2

সূত্রের খবর, তল্লাশি চলাকালীন নিয়মমতো মন্ত্রীর কাছ থেকে তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে৷ পুর নিয়োগ দুর্নীতির বিষয়টি সর্বপ্রথম উঠে আসে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সূত্র ধরে। এরপরই তদন্তে নামে সিবিআই। এই পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে পুর দফতরের মন্ত্রী হিসাবে তিনি কিছু জানতেন কি না, বা ধৃত অয়ন শীলের সাথে তার কোনও যোগাযোগ ছিল কিনা সেই বিষয়ে মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

এদিকে চেতলায় মেয়রের বাড়ির সামনে ভিড় করেছেন তার অনুগামীরা। সিবিআই হানার প্রতিবাদে চলছে বিক্ষোভ। জানিয়ে রাখি ফিরহাদের পাশাপাশি আজ এই একই মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। প্রসঙ্গত গত ৫ তারিখেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়িতে হানা দিয়েছিল ইডি (Enforcement Directorate)। ২০ ঘন্টা পর তল্লাশি শেষ হয় তাদের।

উল্লেখ্য, খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও সেদিন মোট ১২টি জায়গায় তল্লাশি চালায় ইডি। বিভিন্ন পুরসভার চেয়ারপার্সন ও পুরসভার আধিকারিকদের বাড়িতেও চিরুনি তল্লাশি চলে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা,দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিকের বাড়িতেও তল্লাশি চলে বলে জানা যায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফিরহাদের বাড়িতে সিবিআই হানা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর