কয়লা কাণ্ডে আরও তৎপর CBI, আদালতের তরফে ১৫ জনের নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) বড় পদক্ষেপ। মূল অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার ঘনিষ্ঠ ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালত। মঙ্গলবার তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়েছে বলে জানা   যাচ্ছে। অভিযুক্তদের নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। তবে রক্ষাকবচ থাকায় লালার বিরুদ্ধে পরোয়ানা জারি করেনি নিম্ন আদালত।

সিবিআই-এর বিশেষ সূত্রে জানা যাচ্ছে, কয়লা পাচারকাণ্ডের চার্জশিটে যে ৪১ জন অভিযুক্তের নাম ছিল তাদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এরা প্রত্যেকেই অনুপ মাঝির ঘনিষ্ঠ। এরা সকলেই অবৈধ খাদান থেকে কয়লা তোলা ও সেই কয়লা বিভিন্ন জায়গায় পাচারে যুক্ত ছিল। এদের একাধিক বার তলব করে সিবিআই। কিন্তু এই ১৫ জন অভিযুক্তর মধ্যে কেউই হাজিরা দেন নি সিবিআই-এর কাছে। এরপরই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে আদালতে যায় সিবিআই। সেই আবেদনের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিশেষ আদালত। সিবিআই সূত্রে জানা যাচ্ছে এই মুহুর্তে অভিযুক্তরা সবাই পলাতক।

কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তাঁর বিরুদ্ধে এখনই সিবিআই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ রয়েছে আদালতের। সিবিআই দাবি করছে, অনুপ মাঝির বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা আধিকারিকরা।

অপরদিকে, গত সপ্তাহেই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। এর ঠিক এক সপ্তাহ পরই দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। যদিও ঘনিষ্ঠ মহলে মন্ত্রী দাবী করেন যে তিনি কোনও নোটিশ পান নি। তাই বুধবার তিনি হাজিরা দেবেন না।

X