বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বিগত দু’বছরের অধিক সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টেরও (Supreme Court) দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতি মিলেছে। এর মাঝেই সামনে আসছে বড় খবর! এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন মন্ত্রীকে বিস্ফোরক দাবি করল সিবিআই।
সিবিআইয়ের চার্জশিটে পার্থকে (Partha Chatterjee) নিয়ে কী বলা হয়েছে?
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১ অক্টোবর পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার তাঁর বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, এদিন ৪০ পাতার চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা। সেখানে পার্থ ছাড়াও নাম রয়েছে সন্তু গঙ্গোপাধ্যায়, অয়ন শীলের।
সিবিআইয়ের (CBI) চার্জশিটে দাবি করা হয়েছে, এক হাজারের অধিক চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘শাগরেদ’রা। জানা যাচ্ছে, এদিন দুপুর ৩টে নাগাদ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, ৩ জন অভিযুক্তের বিরুদ্ধেই দুর্নীতির একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিবিআই সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ একাদশ-দ্বাদশ শুধু নয়! ক্লাস ওয়ান থেকেই চালু হচ্ছে সেমিস্টার! বিরাট ঘোষণা পর্ষদের
উল্লেখ্য, এই রাজ্যের অন্যতম ‘হাইপ্রোফাইল মামলা’ হল নিয়োগ দুর্নীতি মামলা। নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের। তদন্তে সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এই মামলায় গত ১ অক্টোবর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট দিল কেন্দ্রীয় এজেন্সি।
এদিকে ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ (Partha Chatterjee)। এখনও অবধি মোট ১১ জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি গাফিলতির অভিযোগ তুলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।