বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’বছরের বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সরগরম গোটা বাংলা। দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত হিসেবে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যুক্ত রয়েছেন রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ (Partha Chatterjee)
তাদেরকে জেরা করেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতির মামলা ছাড়াও পরবর্তীতে আরও একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিযুক্তদের। সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় আদালতের তরফে শর্তসাপেক্ষ জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু তারপর আবার গত পয়লা অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
অবশেষে পার্থকে গ্রেফতারির ৮৫ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে সিবিআই। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে যে ৪০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে সেখানে নাম রয়েছে অয়ন শীল,সন্তু গঙ্গোপাধ্যায়ের মতো অভিযুক্তদের-ও। জানা যাচ্ছে, চার্জশিট প্রকাশ্যে আসার পর পার্থ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীরা প্রায় এক হাজারের বেশি চাকরি প্রার্থীদের থেকে মোটা টাকা নিয়েছিলেন।
আরও পড়ুন: দায়ের FIR, জোর বিপাকে অর্জুন সিং! রাতের ঘুম উড়ল বিজেপি নেতার
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়কে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।
ইতিমধ্যেই এই মামলায় ইডি তরফেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৈরি হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। এরইমধ্যে আজই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বেশ কয়েকটি সংস্থা সহ মোট ১১ জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আর্জি জানিয়েছেন বলে খবর।