চাকরি গিয়েছে আগেই! এবার ১০ ‘অযোগ্য’ গ্রুপ-C কর্মীকে তলব করল সিবিআই, তুঙ্গে জল্পনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় বঙ্গ। গত বছর থেকে আদালতের নির্দেশে অনিয়ম করে পাওয়া চাকরি গিয়েছে বহুজনার। এবার সেই চাকরিপ্রার্থীদেরই তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এমন ১০ জন ‘অযোগ্য’ গ্রুপ-সি (Group-C) চাকরিপ্রাপককে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই (CBI)।

গতকালই এই ১০ জনকে নোটিস দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আগামী সপ্তাহে সোমবার থেকে তাদের এক এক করে ডেকে পাঠানো হয়েছে। কোন পথে তাদের চাকরি হয়েছে, সেসব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পাওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছিল এসব চাকরিপ্রাপকদের।

আর কি জানা যাচ্ছে? সিবিআই সূত্রে খবর, ঠিক কিভাবে তারা চাকরি পেয়েছিলেন, কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না বা নিজে থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছিলেন কি না, এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো মিডিলম্যান সাহায্য করেছিলেন কিনা সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

cbi

এতদিন থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এবার টাকার লেনদেন ঠিক কী ভাবে হয়েছিল তার রহস্যভেদ করতে ময়দানে নেমেছে সিবিআই। প্রসঙ্গত, শুধু গ্ৰুপ সি নয় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে চাকরি বাতিল হয়েছে অনেক প্রাথমিক এবং হাই স্কুল শিক্ষকেরও।

 

 

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X