সুকন্যার পর এবার CBI-র নজরে অনুব্রতর ভাগ্নে! জিজ্ঞাসাবাদের স্বার্থে তলব রতনকুঠিতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে গরু এবং কয়লা পাচার মামলার উত্তাল বঙ্গ রাজনীতি। প্রাথমিক টেট মামলায় ইতিমধ্যেই গ্রেফতার মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) আর এবার গরু পাচার কাণ্ডেও তৎপর হয়ে উঠল সিবিআই (CBI)। এই মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে ইতিমধ্যেই তলব করেছে তদন্তকারী সংস্থা আর এবার তাদের নজরে উঠে এলো অনুব্রত ভাগ্নে রাজা ঘোষ (Raja Ghosh)। জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালেই তাঁকে নোটিশ পাঠানো হয় বলে খবর।

গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী সংস্থার হাতে। কখনো অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে কোটি কোটি সম্পত্তির খোঁজ মিলেছে, আবার কখনো অনুব্রতর মেয়ের সুকন্যার নামে একাধিক জমি এবং কোম্পানির হদিশ পেয়েছে সিবিআই।

অতীতে এই মামলায় অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এদিন ফের একবার সুকন্যার সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী সোমবার সুকন্যার পাশাপাশি তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরেণ গায়েনকেও। সিবিআই সূত্রে খবর, সুকন্যা-বিদ্যুতের পাশাপাশি এদিন সকালে অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের বোলপুরের বাড়িতে পৌঁছে যায় তাদের দুই অফিসার এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হয়।

এক্ষেত্রে রাজা ঘোষ অতীতে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে নিযুক্ত ছিলেন। একইসঙ্গে রাজা এবং তাঁর স্ত্রীয়ের নামে চালকল পর্যন্ত রয়েছে। সিবিআইয়ের অনুমান, অনুব্রত ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গরু পাচার দুর্নীতি কাণ্ডে একাধিক নয়া তথ্য সামনে উঠে আসতে পারে।

Anubrata Mondal

উল্লেখ্য, সিবিআই তলব মাঝে এদিনই রতনকুঠি পৌঁছে দিয়েছেন রাজা। এক্ষেত্রে প্রথমে সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরেণ গায়েনের মালিকানাধীন এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড সংস্থাটাকে তলব এবং পরবর্তীতে তৃণমূল নেতার ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নয়া কোন সূত্র উঠে আসে সিবিআইয়ের হাতে, সেটাই দেখার।

সম্পর্কিত খবর

X