‘শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে চাপ!’ কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে তলব করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ টেন্ডার দুর্নীতি কাণ্ডে নয়া মোড়! কাঁথি (Kanthi) থানার আইসি (IC) অমলেন্দু বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। টেন্ডার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই কাঁথি থানার আইসিকে তলব করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকগণ।

গত বছর ২৮ ডিসেম্বর টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার (Kanthi) পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছিল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কাঁথি পুরসভার (Kanthi Municipality) ঠিকাদার রামচন্দ্র পাণ্ডা। তবে তাঁর গ্রেফতারির স্বচ্ছতা নিয়ে হাইকোর্ট অবধি জল গড়ায়। এরপর অভিযোগের ভিত্তিতে তাঁর গ্রেফতারির স্বচ্ছতা খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রামচন্দ্র পাণ্ডার জামিনের আবেদনও মঞ্জুর করে আদালত। এরপরেই এই মামলায় শনিবার আইসি অমলেন্দু বিশ্বাসকে তলব করল সিবিআই।

প্রসঙ্গত, গ্রেফতারির পর পুলিশের ওপর বিস্ফোরক অভিযোগ তোলে রামচন্দ্র পাণ্ডা। তিঁনি জানান, “কাঁথি থানা থেকে ৩০ তারিখ আমাকে সকাল ৯টার সময় বলা হল তমলুক কোর্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু, নন্দকুমার পেরিয়ে আমাকে একটা চুন কারখানার কাছে নিয়ে যাওয়া হয়। তারপর আমাকে একটা ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফ থেকে বলা হয় নবান্ন থেকে বড় বড় অফিসাররা আসছেন ঠিকঠাক করে উত্তর দেবেন। এরপর দেখি তিন জন অফিসার ঢুকলেন। ঘরে ঢুকেই রিভলভার বের করলেন। গলা উঁচিয়ে বললেন, শুভেন্দু অধিকারীর টাকা কোথায় বল। না বললে ৮৭টা কেস দেব। রাজ্যের সমস্ত জেলে ঘুরিয়ে আনব। আর যদি বলতে না চাস তাহলে আমরা বয়ান লিখব। সই করবি। সেটা মিথ্যা হোক, সত্যি হোক।”

শুধু তাই নয়, টেবিলে রিভালভর রেখে বিরোধী দলনেতার বিরুদ্ধে বয়ান দিতে চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিঁনি। এরপরেই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ তরফে , রামচন্দ্র পাণ্ডা ও কাকলি পাণ্ডাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে রাখারও নির্দেশ দেওয়া হয়।

cbi

আদালত তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যে অভিযোগের ভিত্তিতে রামচন্দ্র পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিলিপি সিবিআইকে দিতে হবে। তারপর এফআইআর দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু করবে সিবিআই। এরপরেই এই মামলায় থানার আইসিকে ডেকে পাঠাল তদন্তকারী সংস্থা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর