চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই!

বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে চিটফান্ড কাণ্ডে তলব করল সিবিআই। আইকোর চিটফান্ড দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছে বলে জানা যায়। আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রীকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে।

তৃণমূলের মহাসচিবকে সিবিআই-এর তলব করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শিল্পমন্ত্রী ছিলাম। আমার সেই সময় যেখানে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে গিয়েছিলাম। এটা নিয়ে আমাকে আবার কৈফিয়ত দিতে হবে নাকি?” বলে রাখি, পশ্চিমবঙ্গে যখন চিটফান্ডের রমরমা চলছিল তখন রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ওনাকে শিল্প মন্ত্রক থেকে সরিয়ে শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়।

partha chatterjee 2

এখন প্রশ্ন উঠছে যে, একেবারে ভোটের মুখেই পার্থবাবুকে কেন তলব করল সিবিআই? প্রথম দফার ভোটের ঠিক ১৫ দিন আগে ওনাকে তলব করা হয়েছে। আর ওনাকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রথম দফার ভোটের প্রায় দশ থেকে ১২ দিন আগে। শাসক দলের তরফ থেকে সিবিআই-এর এই তলবকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেওয়া হয়েছে।

CBI 1

এই বিষয়ে বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, সিবিআই-এর এই কাজ আগে করা উচিৎ ছিল। চিটফান্ড দুর্নীতিতে বাংলার বহু গরিব মানুষের টাকা লুঠ হয়েছে। অনেকে নিঃস্ব হয়ে গেছেন। আর যাদের বিরুদ্ধে টাকা মারার অভিযোগ উঠেছে, তাঁদের প্রতি কোনও সহানুভূতি নেই, থাকাও উচিৎ নয়। বলে রাখি, শুধু পার্থ চট্টোপাধ্যায়কেই না, চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতা তথা প্রার্থী মদন মিত্রকেও তলব করেছে ED।


Koushik Dutta

সম্পর্কিত খবর