বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার রহস্যভেদ করতে এবার আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতির মামলায় বহুদিন যাবৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে থাকার পর চলতি বছর সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) গ্রেফতার করে সিবিআই (CBI)। তারপর থেকে পেরিয়ে গেছে বহুদিন। তবে এখনো এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ঠিকানা জেলের চৌকাঠ। বহু চেষ্টার পরও জামিন পাননি নিয়োগ দুর্নীতির এই মূল অভিযুক্ত।
আর এবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় আরও সংকটে সুবীরেশ ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুবীরেশের ভাগ্নেকে (Nephew) তলব করল তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কীভাবে চাকরি পেয়েছেন সুবীরেশ ভাগ্নে, তা খতিয়ে দেখতে তাঁকে ডেকেছে সিবিআই।
তদন্তকারী সংস্থার অভিযোগ, চাকরির পরীক্ষায় নম্বরে গড়মিল করে নিজের ভাগ্নেকেও চাকরি পাইয়ে দিয়েছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এমনই কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে সিবিআই-এর হাতে। সেই দাবি নিয়েই আজ নিজাম প্যালেসে তলব করা হয়েছে সুবীরেশ ভাগ্নেকে।
প্রসঙ্গত, সুবীরেশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান পদে আসীন ছিলেন, তখনই সুপারিশের ক্ষেত্রে সবথেকে বেশি বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের থেকে। তবে নিজের বিরুদ্ধে করা এইআকেবারে মানতে একেবারেই নারাজ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তাঁর অজ্ঞাতে তাঁর সই নকল সই ব্যবহার করে দুর্নীতি হয়ে থাকতে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুবীরেশ।