বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার স্বাধীন ট্রাস্টকে নোটিশ পাঠাল সিবিআই (CBI)। নিজাম প্যালেসে গতকাল বুধবার সেই ট্রাস্টের কর্তাকে হাজিরার জন্য তলব করা হয় সকাল ১১টায়। এই স্বাধীন ট্রাস্ট সভাপতি ও মূল কর্তা হলেন মলয় পিঠ। জানা যাচ্ছে, সরাসরি তাঁকেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
প্রায় ন’কোটি টাকার লেনদেন নিয়ে ধোঁয়াশায় রয়েছেন আধিকারিকরা। এই বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এর আগে বোলপুরে মলয় পিঠের পলিটেকনিক কলেজে ও সিবিআই অস্থায়ী ক্যাম্পেও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ মলয় পিঠ জানান, তিনি আসবেন না।
তার বদলে স্বাধীন ট্রাস্টের হয়ে অন্য কেউ যাবেন নিজাম প্যালেসে। স্বাধীন ট্রাস্টের নামেই যেহেতু নোটিশ, তাই স্বাধীন ট্রাস্টের হয়ে অন্য কেউ হাজিরা দেবেন বলে জানা যাচ্ছে। ট্রাস্ট এর জন্য মলয়কেই যেতে হবে এমন কোনও মানে নেই বলেই দাবি করেন তিনি।
কিন্তু সিবিআই কেন স্বাধীন ট্রাস্টকে সন্দেহের তালিকায় রাখছে? সিবিআই-এর বিশেষ সূত্রে খবর, গরু পাচারে টাকা হাত বদল হয়ে মলয় পিঠের কলেজের তৈরীর জন্য যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে? অনুব্রত কাকে কাকে রেকমেন্ড করেছিলেন এই ন’কোটি টাকা দেওয়ার জন্য? জানা যাচ্ছে, মলয় পিঠের ২০২১ সালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরীর জন্য মোট ৫০ জনের থেকে প্রায় ন’কোটি টাকা নিয়েছিল। মলয়ের স্বাধীন ট্রাস্ট-এর আর্থিক অবস্থা খারাপের জন্যই ওই টাকা নিয়েছিলেন বলে খবর।