বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক বিধায়ক, নেতা। এবার এই মামলাতেই তৃণমূল বিধায়ক তাপস সাহাকে (TMC MLA Tapas Saha) তলব করল সিবিআই (CBI)। চাকরি কেলেঙ্কারি মামলায় তাপসকে শুক্রবারই নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
যদিও এই প্রথম নয়, এর আগেও তাপসকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এই নিয়ে দ্বিতীয়বার তলব। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা। এদিন তিনি হাজির হবেন কিনা সেটাই দেখার।
সূত্রের খবর, তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত জেরার পাশাপাশি গত বছর এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালায় CBI। তাপসের বাড়ি ছাড়াও তার অফিস, আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা। তাপসবাবুর ২ টি ফোন-সহ একাধিক নথি নেন তদন্তকারীরা।
তাপসের বিরুদ্ধে বেশ কিছু নথি পোড়ানোর অভিযোগ উঠেছিল। পুকুরপাড়ে বেশ কিছু প্রমাণও মিলেছিল। পরে সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল সিবিআই। যদিও তাপসের বাড়ি থেকে সেরম কিছু মেলেনি। ১৫ ঘণ্টার তল্লাশির পর খালি হাতেই বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই।
আরও পড়ুন: অবশেষে এল অষ্টম বেতন কমিশনের প্রস্তাব, কতটা বাড়বে মাইনে ও DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর
সিবিআই আগেই একাধিকবার তাপস সাহার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তোলে। গত বছর তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরই বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল এজেন্সি।