গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করল CBI, প্রতিক্রয়া দিলেন মমতা

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের বাংলায় গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Scam) তদন্তে শুরু হয়েছে জোর কদমে। এবার সেই কাণ্ডে চাঞ্চল্যকর মোড় এনে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, রবিবারই তাঁকে নোটিস দেয় সিবিআই।

তবে শুধু অনুব্রত মণ্ডলকেই (Anubrata Mondal) তলব করা হয়নি এদিন, সঙ্গে তাঁর এক সহযোগীকেও তলব করা হয়। এর আগে সম্প্রতি আয়কর দফতরের নোটিস পৌঁছে ছিল অনুব্রত মণ্ডলের কাছে। প্রচুর ‘বেনামি সম্পত্তির মালিক’ অনুব্রত। সেবার অনুব্রতর সঙ্গে নোটিস ধরানো হয়েছিল তাঁর তিন আত্মীয়কেও। তবে এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করা প্রসঙ্গে CBI জানায়, তাঁদের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

Now Punjab also withdraws general consent to CBI - India Legal

এনিয়ে এদিন প্রতিক্রিয়া জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ‘কাল কেষ্টর বাড়িতে গিয়েছে। তাহলে কেন ২৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার অফিসে যাবেন ? করোনা নিয়ে একটা দলের জেলা সভাপতির বাড়িতে চলে যাচ্ছে।’ তারপরই মমতা বলেন, ‘আমি কেষ্টকে বলেছি, একদম যাবিনা, ভোটের কাজে বাধা দেওয়ার জন্যই এজেন্সিকে দিয়ে এসব করানো হচ্ছে’।

উল্লেখ্য, গরুপাচার কাণ্ডের ‘অন্যতম চক্রী’ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের উপর দীর্ঘদিন ধরে নজর রেলেছিল সিবিআই। সিবিআইয়ের অনুমান গরু পাচার কাণ্ডে যোগ রয়েছে এই যুব তৃণমূল (TMC) নেতার। ইতিমধ্যেই দিল্লি থেকে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

সম্পর্কিত খবর