বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় র্দীঘদিন ধরেই সরগরম গোটা বাংলা। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরাকে সমন পাঠানোর নির্দেশ দিল CBI-এর বিশেষ আদালত।
নিয়োগ (Recruitment Scam) মামলায় অরুণ হাজরাকে সমন পাঠানোর নির্দেশ
জানা যাচ্ছে, একমাসের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, এজেন্ট দিয়ে চাকরি বিক্রির নামে মোট ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা। সিবিআই সূত্রের দাবি ওই টাকার বেশিরভাগটাই তুলে দেওয়া হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে।
আরও পড়ুন: চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! বীরভূমে যা হচ্ছে… শুনলে থ হবেন
জানা যাচ্ছে,আগামী একমাসের মধ্যে তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই-এর অভিযোগ অরুণ হাজরা ওরফে চিনু হাজরা চাকরি বিক্রির নাম করে বাজার থেকে মোট ৭৮ কোটি টাকা তুলেছিল। এই সংক্রান্ত একাধিক নথি থেকে শুরু করে টাকার লেনদেনের চুক্তিপত্র সমস্ত তথ্য সামনে রেখেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
সূত্রের খবর যেহেতু এই বিজেপি নেতার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তাই বিশেষ আদালত CBI নির্দেশ দিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরাকে সমন পাঠাতে হবে, এবং সেই সমন তাকে তার বাড়িতে দিয়ে আসতে হবে। আগামী একমাসের মধ্যে চিনু ওরফে অরুণ হাজরাকে কোর্টে স্ল্যারেন্ডার করতে বলা হয়েছে। একইসাথে জানানো হয়েছে তার নিজের যদি কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে সেটাও তিনি কোর্টে এসে পেশ করতে পারেন। এখন দেখার সমন পাওয়ার পর কবে আদালতে হাজিরা দেন এই বিজেপি নেতা।