বিপাকে মহুয়া! এবার যাকে ডেকে পাঠাল সিবিআই, আরও ফ্যাসাদে পড়বেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ

বাংলা হান্ট ডেস্ক : মাস কয়েক আগেই সাংসদ পদ খারিজ হয়েছে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ (Cash For Questioning) কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। আর এবার তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইকে (Jai Anant Dehadrai) তলব করল সিবিআই (Central Bureau of Investigation)। সূত্রের খবর, লোধি রোডের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয়।

সূত্রের খবর, দেহদ্রাইকে পাঠানো সিবিআইয়ের চিঠিতে বলা হয়েছে, ‘মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত’। সেই সাথে তাকে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে আসার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা। এটার থেকেই রাজনৈতিক কারবারিদের ধারণা হয়েছে, ‘ক্যাশ ফর কোশ্চেনিং’র মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে জানিয়েছিলেন, টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন মহুয়া। সেই সময় দেহাদ্রাইয়ের নাম করে নিশিকান্ত আরও বলেন, দেহাদ্রাই তাকে যে চিঠি দিয়েছেন, তার উপর ভিত্তি করেই তিনি এই অভিযোগ করছেন। নিশিকান্তের দাবি, হীরানন্দানির কাছ থেকে টাকা নেওয়া প্রসঙ্গে তথ্য প্রমাণ রয়েছে দেহদ্রাইয়ের কাছে।

আরও পড়ুন : রেশন দুর্নীতির টাকায় দুবাইয়ে গাড়ি-মদের ব‌্যবসায় লগ্নি তৃণমূলের শংকরের! চরম কেচ্ছা ফাঁস করল ED

যদিও এই গোটা বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা গালগল্প বলে উড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সাথে দুবে এবং দেহাদ্রাইয়ের বাড়িতে আইনি নোটিসও পাঠিয়েছেন তিনি। যদিও পরবর্তীতে শোনা যায়, মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। এবং সমস্ত তথ্য প্রমাণের পর মহুয়াকে সংসদ ভবন থেকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি।

আরও পড়ুন : রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি! DA মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর, চরম পদক্ষেপ বিরোধী দলনেতার

ezgif.com resize 22

সমস্ত তথ্য প্রমাণ দেখার পর গত ৮ ডিসেম্বর লোকসভায় ধ্বনিভোটে মহুয়াকে বহিষ্কারের প্রস্তাবকে বাস্তবায়িত করা হয়। এরপর মহুয়া মৈত্রকে দিল্লির বাংলোও ছেড়ে দিতে বলা হয়‌। আর এবার তো আইনজীবী জয় আনন্দ দেহাদ্রাইকে তলব করল সিবিআই। যার কাছে রয়েছে মহুয়ার ‘ঘুষের বদলে প্রশ্ন’ কাণ্ডের অকাট্য তথ্যপ্রমাণ। অন্তত নিশিকান্ত দুবের দাবি এমনটাই।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর