বাংলা হান্ট ডেস্কঃ এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) আরও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্নীতির অভিযোগে বহুদিন যাবৎ শ্রীঘরে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বহুবার জামিনের আবেদন করেও কোনো সুরাহা পাননি তিঁনি। নিয়োগ দুর্নীতির জট আষ্টে-পৃষ্ঠে বেঁধে রেখেছে নেতাকে। এবার সেই মামলাতেই আরও বিপাকে পার্থ। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই (CBI) -এর নজরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কর্মীরা। জানা গিয়েছে, আগামিকাল, বৃহস্পতিবার তাঁদের বয়ান রেকর্ডের জন্য তলব করা হয়েছে নিজামে।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি রহস্যের আরও গভীরে যেতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কর্মচারী, পরিচারকদের তলব করেছে তদণ্ডকারী সংস্থা। বৃহস্পতিবার দুপুর ১২টার সময়ে তাঁদের মধ্যে একাধিক জনকে নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।
উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত একাধিক বৈঠকের সাক্ষী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু করে অফিস ঘর। কার্যত বাড়িকেই শিক্ষা দফতর বানিয়ে ফেলেছিলেন এই হেভিওয়েট নেতা। সেই সূত্রেই রহস্যভেদ করতে অফিসে কর্মরত কর্মী থেকে বাড়ির পরিচারক সকলে এবার সিবিআইয়ের নজরে।
সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেনে সংস্থার নাগালে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছে, তাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অফিসে নিয়োগ সংক্রান্ত একাধিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত থেকেছেন তৎকালীন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, থাকতেন মানিক ভট্টাচার্যও। এবার সেই বিষয়কেই হাতিয়ার করে তদন্তের ময়দানে নামতে চলেছে সিবিআই।