বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপর গত মার্চ মাসে বহু টানাপোড়েনের পর তাকে নিয়ে দিল্লি পাড়ি দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। দিল্লি নিয়ে যাওয়ার আগে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা দিয়ে কেষ্ট মণ্ডলকে যখন কলকাতায় স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় মাঝপথেই ঘটে অবাক করা কান্ড।
দেখা যায় নিরাপত্তার বেষ্টনী ভেঙে শক্তিগড়ে অনুব্রতর একই টিফিন টেবিলে পৌঁছে গিয়েছিলেন বীরভূমের (Birbhum) এক তৃণমূল ছাত্র নেতা (TMC Leader) কৃপাময় ঘোষ (Kripamay Ghosh)। সেই সময় এই কৃপাকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।
ঘটনার পর চলতি বছরের মার্চ মাসেই জিজ্ঞাসাবাদের জন্য কৃপাময়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। এবার সেই তৃণমূল যুবনেতাকে তলব করেছে সিবিআই (CBI)। জানা যাচ্ছে গরু পাচার মামলায় বুধবার নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পুজোর আগেই লটারি! বেতন বাড়ছে এই সকল সরকারি কর্মীদের, নির্দেশিকা জারি করল অর্থদপ্তর
কে এই কৃপাময়? জানা গিয়েছে, নেতার পরিবার থাকেন আউশগ্রামের রামনগর পঞ্চায়েতের মালিয়ারায়। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে বাবা ও মায়ের সঙ্গে বোলপুরে চলে যান কৃপাময়। তিনি বোলপুরের বাঁধগোড়ার বাসিন্দা।
আরও পড়ুন: প্রাইমারি শিক্ষকদের পাশে দাঁড়ালো সরকার! নেওয়া হল বিরাট পদক্ষেপ, নিশ্চিন্ত সকলে
জানা গিয়েছে, ছাত্র নেতা কৃপাময় মৎস্য বিভাগের কর্মী, গাড়ির ব্যবসাও রয়েছে তার। বোলপুরের তৃণমূল কার্যালয়ের দেখভাল করতেন নেতা। পাশাপাশি অনুব্রতের সম্পত্তির দেখাশোনা করতেন বলেও খবর মিলেছে। এককথায় কেষ্টর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত এই কৃপাময় এবার সিবিআই এর নজরে।