বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের রহস্যভেদ করতে উঠেপড়ে লেগেছে সিবিআই। আগেই জানা গিয়েছিল, ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে কেন্দ্রীয় এজেন্সি। এবার বৃহস্পতিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) নিয়ে শিয়ালদহ কোর্টে হাজির হলেন তারা। শোনা যাচ্ছে, তাঁর পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে। সেটার অনুমতি নিতেই আদালতে যেতে পারে তদন্তকারী সংস্থা।
পলিগ্রাফ টেস্ট নাকি অন্য কারণ, সন্দীপকে (Sandip Ghosh) নিয়ে আদালতে কেন সিবিআই?
এদিন সন্দীপের সঙ্গে আরজি করের ৪ জন ডাক্তারি পড়ুয়াকেও আদালতে নিয়ে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ওই পড়ুয়াদেরও পলিগ্রাফ টেস্টের আর্জি জানানো হতে পারে। তবে সত্যি সত্যিই সন্দীপের পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) আবেদন জানাতে আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, পলিগ্রাফ টেস্ট থেকে যে তথ্য পাওয়া যায় তা আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হয় না। শুধু তাই নয়, যে ব্যক্তির পলিগ্রাফ পরীক্ষার আর্জি জানানো হচ্ছে, তাঁর অনুমতিও দরকার হয়। এবার সন্দীপের ক্ষেত্রেও সিবিআই (CBI) পলিগ্রাফ টেস্ট করার কথা ভাবছে কিনা সেই বিষয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ টলিউড পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ! নির্যাতন নিয়ে সরব জনপ্রিয় অভিনেত্রী, কে জানেন?
এদিকে অন্য একটি সূত্রের দাবি, ম্যাজিস্ট্রেটের ঘরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষদের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআই। সেই কারণেই আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পলিগ্রাফ টেস্ট নাকি গোপন জবানবন্দি, কী কারণে আজ সন্দীপকে (Sandip Ghosh) শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তা জানতে আপাতত কিছু সময় অপেক্ষা করতে হবে সকলকে।
অন্যদিকে শুক্রবার থেকে টানা ৭ দিন সিবিআই জেরার মুখোমুখি হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আজ সকালেও সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন তিনি। গতকাল রাতে সন্দীপের গাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁর গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়। আরজি কর কাণ্ডের মোড় এবার কোন দিকে ঘোরে সেটাই দেখার।