বাংলা হান্ট ডেস্কঃ গত ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে চর্চা! মাঝখানে প্রায় আড়াই মাস কেটে গেলেও সন্দেশখালি কাণ্ড (Sandeshkhali Incident) নিয়ে আলোচনা বন্ধ হয়নি। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে এলাকার ‘বাঘ’ শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তবে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন তাঁরা। কার্যত প্রাণ হাতে নিয়ে পালাতে হয় তাঁদের। সন্দেশখালির মাটিয়ে ইডি পেটানোর সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। এবার সেই বিষয়েই খোঁজ খবর করতে মিনাখাঁ পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইডির ওপর হামলার ঘটনার তদন্তভার গ্রহণের পর থেকে একাধিকবার সন্দেশখালি গিয়েছে সিবিআই (CBI) আধিকারিকদের দল। কখনও শাহজাহানের বাড়িতে হাজির হয়েছেন, কখনও আবার জিজ্ঞাসাবাদ করতে দেখা গিয়েছে তাঁদের! বৃহস্পতিবার সকালে যেমন মিনাখাঁর একটি ইটভাটায় হানা দেন তাঁরা। এই ইটভাটার মালিক শাহজাহান-ঘনিষ্ঠ (Sheikh Shahjahan) বলে খবর। পাশাপাশি এখানকার একজন কর্মী ইডি পেটানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন।
মিনাখাঁ এলাকায় একাধিক ইটভাটা রয়েছে। শাহজাহান-ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তির মালিকানাধীন একটি ইটভাটায় আজ উপস্থিত হয় সিবিআইয়ের দিল। জানা যাচ্ছে, ঘণ্টাখানেক সেখানে ছিলেন তাঁরা। ভাটার ম্যানেজারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সঙ্গে ছিলেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘লোকের হাতে মার খাবে…’! গার্ডেনরিচ কাণ্ডে মন্তব্য প্রধান বিচারপতির, রাজ্যকে বিরাট নির্দেশ
৫ জানুয়ারি ইডির (ED) ওপর হামলার ঘটনার পর প্রায় ৫৫ দিন ফেরার ছিলেন স্থানীয় তৃণমূল নেতা (বর্তমানে সাসপেন্ডেড) শেখ শাহজাহান। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তবে গত মাসের শুরু থেকেই তাঁর বিরুদ্ধে জমি দখল, নির্যাতন সহ একাধিক অভিযোগ নিয়ে রাস্তায় নামে সন্দেশখালির মহিলাদের একাংশ।
বিক্ষভের এই আবহে ইডি ওপর হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। পুলিশের হাতে ধৃত ৭ জনের মধ্যে একজন হলেন আইজুল। মিনাখাঁর সংশ্লিষ্ট ইটভাটায় একদা কাজ করতেন তিনি। জানা যাচ্ছে, ইটভাটায় কাজ করার পাশাপাশি রাতেও সেখানেই থাকতেন আইজুল। আজ সিবিআই গোয়েন্দাদের সেই ভাটায় প্রবেশ করতে দেখা যায়।
অনুমান করা হচ্ছে, পুলিশের হাতে ধৃত এই ভাটার কর্মীর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতেই সেখানে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এছাড়া এই ভাটার কর্ণধার আবার শাহজাহান-ঘনিষ্ঠ রূপে পরিচিত। ইডির ওপর হামলার ঘটনার সঙ্গে পুলিশের হাতে ধৃত ব্যক্তিরা কতটা যুক্ত ছিলেন বা আদৌ যুক্ত ছিলেন কিনা সেই বিষয়ে তথ্য জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা, মিলেছে এমনই খবর।