নিয়োগ মামলায় তৃণমূলের আরেক বিধায়কের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ, শোরগোল তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) ফের একবার নিয়োগ দুর্নীতি নিয়ে বড় নির্দেশ দিল। এবার দমকল দপ্তর। দমকলে (Fire Brigade) বেআইনিভাবে নিয়োগের অভিযোগে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

রাজ্য পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা এতদিন এই বিষয়ে তদন্ত করছিল। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই মামলায় সিবিআই তদন্ত চেয়ে মামলা করেন। কলকাতা হাইকোর্ট এবার এই মামলার তদন্তভার তুলে দিল সিবিআই এর হাতে।

আজ এই মামলায় আদালত বলেছে, এই কেসে যোগ্যতার সাথে তদন্ত করছেন আর্থিক দুর্নীতি দমন শাখার অফিসার অনুপম দাস। গ্রেপ্তার হওয়া তিনজনের জামিন আটকানোর জন্য তিনি যে রিপোর্ট দিয়েছেন তা প্রশংসনীয় নিম্ন আদালতেও। কিন্তু তিনি ছুঁতে পারছেন না তাপস সাহাকে। হাইকোর্টের মনে হয়েছে তাপস বিধায়ক হিসেবে প্রভাব খাটাচ্ছেন।

তাপস সাহার নাম অনেক আগেই জড়িয়ে ছিল নিয়োগ দুর্নীতিতে। সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিজেপি নেতা তরুণজ্যোতি কয়েক সপ্তাহ আগে একটি অডিও ক্লিপ সামনে এনে দাবি করেন দমকল বিভাগে চাকরি দেওয়ার জন্য টাকা চাইছেন তাপস।

cbi

 

বিজেপি নেতার আরও দাবি ছিল, তাপস তার দলেরই এক কর্মী টিনা সাহা ভৌমিকের থেকেও টাকা দাবি করেন। তাপস এই অভিযোগ অস্বীকার করেছেন। এবার দেখার বিষয় সিবিআই এই তদন্তকে কোন পথে এগিয়ে নিয়ে যায়। তবে, ফের শাসক দলের নেতার নাম জড়াতেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর