ED-র পর এবার পার্থকে হেফাজতে নিতে চায় CBI, পুজোর আগে কী ঘরে ফেরা হবে না! উদ্বেগ ঘনিষ্ঠ মহলে

বাংলাহান্ট ডেস্ক : শনির দশা যেন কিছুতেই কাটছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় জেরার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানালো সিবিআই। পার্থকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বৃহস্পতিবার আলিপুর জাজেস কোর্টে আবেদনও করেছে সিবিআই।

গত দু’মাস ধরে স্কুল সার্ভিস কমিশনের আর্থিক তছরূপের মামলায় ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেল। সিবিআইয়ের আবেদনে শুক্রবারই পার্থকে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর জেলে হাজিরা দেওয়ার কথা উল্লেখ আছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে সিবিআই হেফাজতে নেওয়া হবে কিনা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলার তদন্তে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের যোগ তারা দেখতে পাচ্ছেন। প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিতে যোগসাজসের জন্য ইডি গ্রেফতার করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

partha chatterjee 3

সূত্র মারফত জানা গেছে , গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার প্রক্রিয়া চলাকালীন কেঁদেও ফেলেন পার্থ। যদিও পার্থর এই কান্নাকে বিশেষ গুরুত্ব দেয়নি আদালত। বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।এরই মধ্যে সিবিআইয়ের এই আবেদন এসএসসি মামলায় নতুন মাত্রা যোগ করল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর